ই-পেপার সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

জবির সিএসই বিভাগে চেয়ারম্যান নেই ১১ দিন, শিক্ষার্থীদের ক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান পদের মেয়াদ গত ২ সেপ্টেম্বর শেষ হওয়ার পর ১১ দিন অতিক্রম হলেও নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগের দুই অধ্যাপকের মধ্যে কে চেয়ারম্যান হবেন তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় দেরি হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

চেয়ারম্যান নিয়োগের বিষয়ে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগের সব শিক্ষকদের নিয়ে এক সভা করে। ওই সভায় শিক্ষকদের সম্মতিক্রমে অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

তবে আজ (১৪ সেপ্টেম্বর) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ড. পরিমল বালাকে উদ্দেশ্য করে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পর ড. পরিমল বালা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন এবং দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেন।

বিশ্ববিদ্যালয় ও বিভাগ সূত্রে জানা যায়, এতদিন বিভাগে দুইজন অধ্যাপক ছিলেন। তারা পালাক্রমে দায়িত্ব পালন করেছেন—এর মধ্যে একজন তিনবার এবং অধ্যাপক ড. নাসির উদ্দিন দুইবার চেয়ারম্যান ছিলেন। তবে সর্বশেষ চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্যের দায়িত্বকালীন সময়ে নতুন চারজন শিক্ষক অধ্যাপক পদে পদোন্নতি পান। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের মধ্য থেকেই জ্যেষ্ঠতার ভিত্তিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার কথা। কিন্তু অধ্যাপক ড. নাসির উদ্দিন চেয়ারম্যান পদ দাবি করায় নতুন চেয়ারম্যান নিয়োগে প্রশাসন জটিলতায় পড়ে।

চেয়ারম্যান না থাকায় নানা সংকটের মধ্যে পড়েছে বিভাগটি। বাধাগ্রস্ত হচ্ছে একাডেমিক কার্যক্রমে। বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পলাশ বলেন, আা ১১ দিন অতিবাহিত হচ্ছে বিভাগে চেয়ারম্যান নেই। এতে আমরা একাডেমিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। অবিলম্বে আমাদের বিভাগের শিক্ষকদের মধ্য থেকেই চেয়ারম্যান নিযুক্ত করা হোক।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, কোনো বিভাগে অধ্যাপকদের মধ্যে পালাক্রমে চেয়ারম্যান দায়িত্ব পালন চলাকালীন সময়ে যদি নতুন কেউ অধ্যাপক হিসেবে পদোন্নতি না পান, তবে বিদ্যমান অধ্যাপকরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। তবে নতুন কেউ অধ্যাপক হলে তাকেই চেয়ারম্যান করার নজির বহু বিভাগে রয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের বিভাগেও একই ঘটনা ঘটেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. নাসির উদ্দিন স্বীকার করেন যে, তিনি ইতোমধ্যে দুইবার চেয়ারম্যান ছিলেন। তবে তার দাবি—“বিভাগে এখন নতুন তিনজন অধ্যাপক আছেন ঠিকই, কিন্তু জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে চেয়ারম্যান হওয়ার অধিকার আমারই রয়েছে। তাই আমাকে বাদ দিয়ে চেয়ারম্যান পদ ডিনকে দেওয়ায় আমি উকিল নোটিশ পাঠাই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “বিভাগে চেয়ারম্যান নিয়োগের বিষয়ে স্থায়ী সমাধানের জন্য আমি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টাদের কাছে একটি ব্যাখ্যা চেয়েছি, যেন এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান হয়। এজন্যই গত বৃহস্পতিবার বিভাগের শিক্ষকদের সঙ্গে মিটিং করে ডিনকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আজ একজন অধ্যাপক নবনিযুক্ত চেয়ারম্যান বরাবর উকিল নোটিশ দিয়েছেন, যা আমাদের জন্য বিব্রতকর।”

আমার বার্তা/জেএইচ

সুমাইয়াকে জ্বিনে ধরার ব্যাপারে যা বললেন তার ভাই

মারা যাওয়ার এক মাস আগে থেকে বেশকিছু 'প্যারানরমাল' সমস্যায় ভুগতেছিল সুমাইয়া। এ কারণেই সুমাইয়াকে আম্মা 

ধর্ষণের পর হত্যা করা হয়েছিলো সুমাইয়াকে, কবিরাজের জবানবন্দী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিনকে ‘ধর্ষণের পর হত্যা’ করা

চাকসুর নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু, জমার শেষ দিন বুধবার

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল

ডাকসু নেতাদের মধ্য থেকে ৫ সিনেট সদস্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ কবরস্থানে বিস্ফোরিত হলো ৫০ ককটেল

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে না

ঢাকা মেডিকেলে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ শিশুর মৃত্যু

আগারগাঁও পাসপোর্ট অফিসে র‍্যাবের দালালবিরোধী অভিযান

শুল্ক জটিলতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পার্সেল পাঠানো বন্ধ

বরিশালে সবজি ও মুরগির তুলনায় মাছের দামে আগুন

বাসের ধাক্কায় এসআই ও স্বেচ্ছাসেবক নেতাসহ নিহত ৩

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

বাগেরহাটে প্রথম দিনের মতো সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে

কিংবদন্তি বক্সারকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেলো

দমন-পীড়নের অভিযোগ এনে এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজি সংগ্রহ

মায়ের হাতে গলা কেটে খুন ৫ মাসের শিশু

সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

‘দাবি না মানা পর্যন্ত মরদেহ নেব না’— নেপালে নিহতদের পরিবারের ঘোষণা

ইসরায়েলকে রুখতে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের

গণতন্ত্র রক্ষার মূল্য মানুষের জীবন ও কল্যাণের চেয়ে বেশি নয়: তারেক রহমান

বিআইএফএফএল-অলিম্পিক ঋণ চুক্তিতে মেশিনারিজ কিনবে ২ প্রতিষ্ঠান

শ্রম আইনে সংশোধনী আসছে, শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং করা যাবে না

ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক, রাস্তার পাশে আন্দোলনকারীদের অবস্থান