ইংরেজী মাধ্যমের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিয়া- লালমাটিয়া প্রধান শাখা ঢাকার- বার্ষিক বিজ্ঞান মেলা- ২০২৫ খ্রীঃ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায়- প্লে গ্রুপ থেকে এ টু পর্যন্ত অধ্যায়নরত ছাত্র ছাত্রীরা তাদের তৈরি বিভিন্ন বিজ্ঞান যন্ত্র পদর্শন করে।
এ অনুষ্ঠানে বিজ্ঞান যন্ত্র তৈরী করে সংশ্লিষ্ট সকলের প্রসংশা অর্জন করেন- নববী শাহিদী ও তার অন্যান্য সহকর্মীরা। তারা তৈরি করেন Line Seeker Version-1 এবং -২। এ দুটি বোরট জাতীয় যন্ত্র আবিস্কার করে এই কিশোর বিজ্ঞানীরা- আগামীতে নতুন কিছু করবে- এমন প্রত্যশা ব্যক্ত করেছেন। নববী শাহিদীর নেতৃত্বে তার গ্রুপের অন্যান্য কিশোর বিজ্ঞানীরা হলেন- জায়েম জুনায়েদ চৌধুরী, আরাফাত জামান, আরিফ আহমেদ ও স্পন্দন সরকার। তরুন এই বিজ্ঞানীরা জানিয়েছে- তারা দীর্ঘ ২০ দিন কঠোর পরিশ্রম এই বোরট জাতীয় যন্ত্রটি আবিস্কার করেছে। পড়াশুনার পাশাপাশি- তারা তাদের এ উদ্ভাবনী গবেষনার কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
তরুন বিজ্ঞানীরা তাদের আবিস্কার সর্ম্পকে আরো জানান- “বোরট দুটি তাদের নিজস্ব গতিতে স্বয়ংক্রিয়ভাবে চলবে। কোথাও বাঁধা পেলে- প্রতিপক্ষকে আঘাত না করে স্বয়ংক্রিয় ভাবেই দাড়িয়ে যাবে”।
আমার বার্তা/এমই