ই-পেপার রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন, উপস্থিতির হার ৮৯.৮ শতাংশ

বাকৃবি সংবাদদাতা:
০৩ জানুয়ারি ২০২৬, ১৭:১৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ২০২৫–২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৮ শতাংশ।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলের ২৪১টি কক্ষে মোট ১২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১১ হাজার ১৬১ জন শিক্ষার্থী। ফলে অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা চলাকালে বাকৃবি পরীক্ষা কেন্দ্রের একাধিক অঞ্চলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণের ফলে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান, গুচ্ছভুক্ত নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা হয়েছে। অর্থাৎ প্রতি ২৪ জনের মধ্যে একজন ভর্তির সুযোগ পাবে।

তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান তৈরি করবে এবং ভবিষ্যতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার কৃষি গুচ্ছভুক্ত ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৮৬৩টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১ হাজার ৬টি আসন। এছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।

উল্লেখ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এবছর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত, ইসির অনুমোদনের অপেক্ষায়

আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দ‌লের

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা

নতুন বছরের শুরুতে বাকৃবি হাই স্কুলে পাঠ্যবই উৎসব

নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) হাই স্কুলে ‘বই বিতরণ অনুষ্ঠান’

বছরজুড়ে বহুমুখী কার্যক্রমে ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতায় ক্যাম্পাসগুলোতে আমূল পরিবর্তন আসে। দীর্ঘদিনের স্বৈরাচারী রাজনৈতিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত জয়ে রাজশাহীকে পেছনে ফেলে শীর্ষে চট্টগ্রাম

সরকারি দামে এলপি গ্যাস পাওয়া যাবে, এ নিশ্চয়তা দিতে পারছি না

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার ফোনালাপ

তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি

দাম বেড়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডার এখন ১৩০৬ টাকা

মোস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কী হতো: শশী থারুর

ভারত থেকে চাল আমদানি রাজনৈতিক নয়, এটি বাজারের প্রক্রিয়া

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ

পুলিশ ও মোবাইল ফোন ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র কারওয়ান বাজার

ভারতে খেলবে না বাংলাদেশ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

ফ্রিল্যান্সিং প্রকল্পে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে: আসিফ নজরুল

বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ফয়েজ আহমদ

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত, ইসির অনুমোদনের অপেক্ষায়

শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদানের ঘোষণা মাস্কের

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আইনি দিক খতিয়ে দেখছে সরকার

২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দ‌লের

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চাপায় এনজিও কর্মী নিহত