ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার দিবাগত রাত ১১টার পর থেকে দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ২০জন আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছেন। দেড়টায় পরও উত্তেজনা চলছে।
গত রাতের দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহতরা হলেন,রিপন চৌধুরী,( জগন্নাথ হল, ঢাকা বিশ্ব বিদ্যালয়),ইরফান(২০), স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ব বিদ্যালয়,পথচারী উজ্জল (৩২) (লালবাগের শেখ সাহেব বাজার), আশরাফ (২০), ঢাকা বিশ্ববিদ্যালয়, মেহেদি (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়,ফয়সাল আহমেদ (২২), ঢাকা বিশ্ববিদ্যালয়,সাদ (২২), ঢাকা বিশ্ববিদ্যালয়,হৃদয়(২৩)ঢাকা বিশ্ববিদ্যালয়,মাহিন(২২),ঢাকা বিশ্ববিদ্যালয়,ইসমাইল, ঢাকা বিশ্ববিদ্যালয়,ইমতিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়,তোফায়েল আহমেদ (সাংবাদিক- বাংলাদেশ টাইমস), উজ্জল(২৫), স্যার এফ রহমান হল, ইব্রাহিম(২৩), ঢাকা কলেজ,রিশাদ (২৩), ঢাকা কলেজ,মিরাজ (২৩)ঢাকা বিশ্ববিদ্যালয়,আমানুল্লাহ (২২), ঢাকা বিশ্ববিদ্যালয়,হিমু (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়,সাব্বির হোসেন (২৪), ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাকিব (২৪), ঢাকা কলেজ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন, এক পথচারী,এক সাংবাদিক ও ১৮শিক্ষার্থীসহ মোট ২০জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে তাদের জরুরী বিভাগের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে তিনজনকে ভর্তি দেয়া হয়েছে। অন্যান্যরা চিকিৎসা নিয়ে চলে গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/জেএইচ