মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে প্রায় ৭০–৮০ জন নিয়ে ঝটিকা মিছিল বের করে সংগঠনটির কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে থাকা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে বাংলা স্লোগান দিতে থাকেন। পরে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিনুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আমার বার্তা/এল/এমই