ই-পেপার সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

রাজধানীর বিভিন্ন এলাকা হতে ড্রাগ সরবরাহকারী সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১

ডিজে পার্টি ও রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকা হতে পার্টি ড্রাগ এমডিএমএ সরবরাহকারী চক্রের মূলহোতাসহ সিন্ডিকেটের সকল সদস্য গ্রেপ্তার। রেকর্ড পরিমান এমডিএমএ ও কুশ উদ্ধার উদ্ধার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের ভয়াল ছোবল থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য দেশব্যাপী ডিএনসি’র অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক জনাব শামীম আহম্মেদ ও উপপরিচালক মোঃ মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উত্তরা সার্কেলের এনফোর্সমেন্ট টিম কর্তৃক ঢাকা মহানগরীর মোহাম্মদপুর, সেগুনবাগিচা, পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত মাদকদ্রব্য এমডিএমএ, যার বাণিজ্যিক নাম এক্সটাসি/মলি/হ্যাপি সহ ০৩(তিন)জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য :

১। যুক্তরাজ্য হতে আমদানীকৃত ‘‘খ’’ শ্রেনীর মাদকদ্রব্য লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট যাহার বানিজ্যিক নাম

এক্সটাসি/মলি/হ্যাপি ড্রাগ ৩১৭ পিস, যা এ যাবতকালে সর্বোচ্চ উদ্ধার।

২। কুশ ১ কেজি ৬৭৬ গ্রাম।

২। গাঁজা ২৫০ গ্রাম।

৪। ৫টি কাচের বোতলে কিটামিন ৫০(পঞ্চাশ) মি:লি ।

এছাড়া ৬টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ এবং নগদ ৭,১১,০০০/- (সাত লক্ষ এগারো হাজার) টাকা উদ্ধার করা হয়।

আসামীদের গ্রেফতারের কৌশল:

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামী মোঃ জুবায়ের (২৮) সহ স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামে পড়ুয়া প্রযুক্তি-দক্ষ, শিক্ষিত ও উচ্চবিত্ত শ্রেণির আরোও বেশ কয়েকজনের একটি চক্র গাঁজা/কুশ/এমডিএমএ/কিটামিন সহ অন্যান্য আধুনিক মাদক পার্সেল যোগে উন্নত দেশ থেকে আমদানি করে ঢাকাসহ দেশের বিভিন্ন মহানগরে পার্টি ড্রাগ হিসেবে বিভিন্ন ডিজে পার্টিতে এবং অভিজাত সোসাইটিতে সরবরাহ করছে।

তথ্য প্রযুক্তির সহায়তায় ও মাঠপর্যায়ে আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে জানা যায় যে, অতিসম্প্রতি মাদকের একটি চালান ডাকযোগে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসবে। এই তথ্যের ভিত্তিতে গত ১৪/০৯/২০২৫ তারিখে ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক জনাব শামীম আহম্মেদ ও উপপরিচালক মোঃ মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানসহ ১০ (দশ) সদস্যের একটি একটি রেইডিং পার্টি পল্টন মডেল থানাধীন পুরাতন ডাক ভবনের বৈদেশিক ডাক শাখা থেকে যুক্তরাজ্য থেকে আগত এয়ার পার্সেল তল্লাসী করে একটি কাগজের কার্টুনের ভিতর বিভিন্ন বিদেশী ব্রান্ডের চকলেটের নীচে লুকানো অবস্থায় একটি বাবল পেপারে মোড়ানো স্বচ্ছ পলি প্যাকেটে রক্ষিত লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। অতঃপর জব্দকৃত কাগজপত্র পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় পার্সেলটির প্রাপক, মাদক চক্রের অন্যতম হোতা মোঃ জুবায়ের এর অবস্থান সনাক্তপূর্বক ঢাকা উদ্যান এলাকা থেকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে মোঃ জুবায়ের জানায় যে, এই পার্সেল টি যুক্তরাজ্য থেকে তার পূর্বপরিচিত অরণ্য ডাকযোগে অরণ্যের বন্ধু অপূর্ব রায় এর নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ব্যবহার করে পাঠিয়েছে, যা তাকে রিসিভ করে তার আরেক বন্ধু জি এম প্রথিত সামস্ এর নিকট পৌছে দেওয়ার জন্য অনুরোধ করে। এর বিনিময়ে তাকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা দিবে বলে জানায়। কাজটি করার জন্য অরণ্যর কথায় প্রথিত তাকে বিকাশের মাধ্যমে তিন বারে ১৫/১৬ হাজার টাকা অগ্রিম প্রদান করে।

অতঃপর আসামী মোঃ জুবায়ের (২৮) - এর বর্ণনামতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই আধুনিক মাদক চোরাকারবারী চক্রের অন্যতম হোতা জি এম প্রথিত সামস (২৫) এর অবস্থান সনাক্ত করে তাকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত ‘খ’ শ্রেনির মাদকদ্রব্য এমডিএমএ ট্যাবলেট, গাঁজা ও কিটামিন নামক মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জুবায়ের এবং জি এম প্রথিত সামসকে গ্রেফতার পূর্বক ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে অদ্য ১৫-০৯-২০২৫ ইং তারিখের ভোর রাতে আসিফ মাহবুব চৌধুরী (২৭) এর বাসা ঘেরাও করে তাকে হাতে নাতে এমডিএমএ, গাঁজা, কুশ ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। আসামী জুবায়েরের দেয়া তথ্য মতে অপূর্ব রায় (২৫)কে গাঁজাসহ গ্রেফতার করা হয় এবং প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণাদি জব্দ করা হয়। অপূর্ব এর দেয়া তথ্য মতে সৈয়দ শাইয়ান আহমেদ (২৪)কে গাঁজা ও এমডিএমএ চালানের সাথে সংশ্লিষ্ট সাক্ষ্য প্রমানাদি জব্দ করা হয়।

আসামীদের মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা যায় তারা সামাজিক মাধ্যম এবং অন্যান্য এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এ বাবসা পরিচালনা করে আসছিল।

মানবদেহে এমডিএমএ – এর ক্ষতিকর প্রভাব

এমডিএমএ একটি কৃত্রিম সাইকোঅ্যাকটিভ ড্রাগ, সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুলে পাওয়া যায় এবং এটি একই সাথে উত্তেজক ও ভ্রমসৃজনকারী প্রভাব সৃষ্টি করে; দ্রুত সেরোটোনিন, ডোপামিন ও নর-অ্যাড্রেনালিন মুক্ত করে ব্যবহারকারীকে ইউফোরিয়া, আত্মবিশ্বাস ও সামাজিক ঘনিষ্ঠতার অনুভূতি দেয় এবং আলো–সঙ্গীত–সংযোগকে তীব্রভাবে অনুভব করায় পার্টি/ডান্স ক্লাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

কিন্তু এর সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ক্ষতি গুরুতর - হৃদস্পন্দন ও রক্তচাপ বেড়ে যেতে পারে, অতিরিক্ত উত্তাপে ডিহাইড্রেশন বা ইলেক্ট্রোলাইট ভ্রান্তি হতে পারে যা প্রাণঘাতী; লিভার ও কিডনির সমস্যা, পেশির টান, খিঁচুনি ও দৃষ্টি ঝাপসা দেখা যেতে পারে; মনের উপর প্রভাব হিসেবে ডিপ্রেশন, উদ্বেগ, স্মৃতিশক্তি হ্রাস, সিজোফ্রেনিয়া সদৃশ উপসর্গ এবং স্থায়ীভাবে সেরোটোনিন সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে শেখার ক্ষমতা কমে যেতে পারে; তদুপরি অতিরিক্ত ডোজে তাপমাত্রা ৪০° সেলসিয়াস ছাড়িয়ে অঙ্গপ্রতঙ্গ বিকল বা হৃদরোগ/স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

সংক্ষেপে, অল্প সময়ে আনন্দদায়ক হলেও Ecstasy/MDMA মস্তিষ্ক, হৃদযন্ত্র, কিডনি ও লিভারসহ সমগ্র শরীরের জন্য ভয়াবহ ঝুঁকিস্বরূপ এবং নিয়মিত/অতিরিক্ত ব্যবহারে জীবনহানির কারণও হতে পারে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক মাদক চক্রের নতুন নতুন কৌশল প্রতিরোধে কুরিয়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় করে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে এর সাথে সংশ্লিষ্ট আরও একাধিক ব্যাক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিএনসি’র এ ধরনের অভিযান ভবিষ্যৎতে অব্যাহত থাকবে।

আমার বার্তা/এল/এমই

ঢাকায় সিঙ্গাপুরের ৬০ তম জাতীয় দিবস পালিত

রাজধানী ঢাকায় সিঙ্গাপুরের ৬০ তম জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার সিঙ্গাপুরের ৬০তম

১৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার’

দক্ষিণ এশিয়ার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক পণ্য প্রদর্শনের লক্ষ্য নিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকে কলেজের সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলন

২০১৩ সালে জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়া প্রায় ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কারসাজির ক-ও বুঝি না, রাকসু নির্বাচন সুষ্ঠু করতে চাই: রাবি উপাচার্য

ভারত ম্যাচের রেফারির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন: মাহমুদুর রহমান

মুক্তিযুদ্ধ অস্বীকার করলে বাংলাদেশকেই অস্বীকার করা হবে: জামায়াত নেতা

জকসু নির্বাচন ও বৃত্তির দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা শিবিরের

দাম চাঙা রাখতে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরও গভীর করতে চান প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইইউ

অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হতে হবে পুলিশকে: ডিএমপি কমিশনার

ভাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে আহত, মসজিদে আশ্রয় নিলেন পুলিশ সদস্যরা

বিজিএমইএ-ইউএসটিআর বৈঠক: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পাল্টা শুল্ক কমানোয় আশাবাদ

পল্লী সঞ্চয় ব্যাংকে উত্তেজনা অবরুদ্ধ এমডি সালমা বানু

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন গণঅধিকার পরিষদ সভাপতি নুর

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন

রাজধানীর বিভিন্ন এলাকা হতে ড্রাগ সরবরাহকারী সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদে পানি বিপদসীমার উপরে

বরিশালের হিজলা উপজেলায় তরুণীকে ধর্ষণ ও হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

১৩ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার কোটি টাকা

বাংলাদেশে ঋণ সহযোগিতা বাড়াতে চায় আইএমএফ

সন্ত্রাসবিরোধী মামলায় সেই মার্কিন নাগরিকের ২ দিনের রিমান্ড