
আজ সকাল ১১টা ২০ মিনিটে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইট ঢাকায় পৌঁছালে বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কাস্টমস ও এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা বিশেষ নজরদারি পরিচালনা করেন।
গ্রীন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশিতে ৪ জন মহিলা যাত্রী—সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম ও নুসরাত—এর শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় মোট ১০২টি মোবাইল ফোন। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেল।
জিজ্ঞাসাবাদে যাত্রীরা ফোনগুলোর মালিকানা বা উৎস সম্পর্কে কোনো তথ্য দিতে ব্যর্থ হন। পরে বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ফোন জব্দ (ডিএম) করে। জব্দকৃত ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই ও শারজাহ থেকে ঢাকায় আগত ফ্লাইটে নিয়মিতই স্বর্ণ, মোবাইল ও অন্যান্য পণ্য চোরাচালানের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে পাচারকারীরা কৌশল পরিবর্তন করে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা ফ্লাইটে নিজেদের লোকজনকে উঠিয়ে বিমানের ভেতরেই মালপত্র হস্তান্তর করছে।
আমার বার্তা/এমই

