ই-পেপার বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

মুগ্ধতা ছড়াচ্ছে নীলফামারীর সিংদই পদ্মবিল

নীলফামারী প্রতিবেদক ঃ
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৯
মুগ্ধতা ছড়াচ্ছে পদ্মফুল

পদ্ম আর শাপলা ফুল মুগ্ধতা ছড়াচ্ছে নীলফামারীর সিংদই পদ্মবিলে। লতাপাতায় ভরা এ বিলের পানিতে ফুটেছে গোলাপি ও সাদা রঙের ফুল। সকালে সূর্যের সোনালি আভায় পানিতে প্রতিফলিত হয়ে সৌন্দর্য বাড়িয়ে দেয় আরো কয়েকগুণ। এসব দৃশ্য দেখতে কষ্ট সহে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। তবে, প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে ফুল নষ্ট না করাসহ যোগাযোগ ব্যবস্থা সুগম করার দাবী স্থানীয় ও দর্শনার্থীদের।

সরজমিনে দেখা যায়, দিগন্ত বিস্তৃত শতসহস্র পদ্ম আর শাপলা ফুলে ভরা সিংদই পদ্মবিল। নীল আকাশের নিচে গোলাপি আর সাদা ফুল সূর্যের সোনালি আভায় পানিতে প্রতিফলিত হয়ে বাড়িয়েছে কয়েকগুণ সৌন্দর্য। এসব সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছে দর্শনার্থীরা। বাহারী রঙের ফুল দেখে মুগ্ধ তারা।

নীলফামারী জেলা শহর থেকে চার কিলোমিটার দূরে ইটাখোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী সিংসদ পদ্মবিল। প্রায় ১০ একরের এই বিলটিতে বর্ষা মৌসুমে ফুটে হরেক রঙের ফুল যা শরতে ছরিয়ে যায় বিল জুড়ে। আর হেমন্তে ঘটে এর পরিব্যাপ্তী। অযন্তে পড়ে থাকা বিলটি ছিল দীর্ঘকাল দখলদারদের হাতে। সম্রতী পদ্ম আর শাপলা ফুল ফোঁটায় নজরে আসে প্রশাসনের বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, এক সময় বিলটি সরকারের নামে থাকলেও পরে বিলটি স্থানীয় প্রভাবশালীরা মালিকানাধিন করে নেয়। এর ফলে ওই বিলে কেউ মাছ ধরাতো দূরের কথা বিলের পানিতে কেউ নামতে পারতোনা। কেউ মাছ ধরতে গেলে শুরু হয় সংঘর্ষ। এর পর ওই বিলে পদ্ম ফুল ফোটায় দিন দিন মানুষের আনাগোনা বেড়ে যায়। এক পর্যায়ে দূর দূরান্ত থেকে ফুল দেখতে আসেন দর্শনার্থীরা।

এলাকাবাসী জানায়, নান্দনিক এই বিলে পদ্ম আর শাপলা দেখে মন জুড়িয়ে নিতে প্রতিনিয়ত সকাল-সন্ধ্যায় দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। কাছ থেকে ফুলের সৌন্দর্য উপভোগ করতে নৌকায় চড়ে ঘুরে বেড়ান দর্শনার্থীরা। কেউ এক ঘন্টা, কেউবা দুই ঘন্টা ধরে চতুর দিক ঘুরতে থাকেন। বিশেষ করে সকাল আর বিকেলে মা মানুষের আনাগোনা থাকে বেশি।

এদিকে, সৌন্দর্য উপভোগ করতে আশা দর্শনার্থীদের অভিযোগ, নীলফামারী শহর থেকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে বাড়বে দর্শনার্থীদের ভিড়। একসময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে এই পদ্মবিল। তাই পদ্মবিল যাওয়ার রাস্তাটি দ্রুত সংস্কার করার দাবী তাদের।

নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, পদ্মবিলের শোভা বর্ধন, যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধকরণ ও দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রয়োজনীয় উপকরণ বাড়ানো হবে। মনমুগ্ধকর ও দৃষ্টিনন্দন এই পদ্মবিলের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে বাড়বে দর্শনার্থীদের ভিড়। তবে, শিঘ্রই বিলটি দৃষ্টিনন্দনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আ.লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে: ফখরুল

টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যা করেছে এবং যেভাবে গণঅভ্যুত্থানে তাদের বিদায়

এমএ রশিদ হাসপাতালে আইসিইউ এবং এইচডিইউ’র উদ্বোধন

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এর সহপ্রতিষ্ঠান, জামালপুরের এম.এ.রশিদ হসপিটাল ইনটেনসিভ কেয়ারই উনিট (আইসিইউ) এবং এইচডিইউ

চাঁদপুরে আ.লীগ নেতা নিহতের ৪ বছর পর মামলা করলেন ছেলে

চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারকে হত্যা করার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।

হিলি স্থলবন্দরে ঢুকলো ১২৩ টন ভারতীয় পেঁয়াজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে নতুন শুল্কায়নে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এর ফলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৫

মেরামত শেষে প্রস্তুত মতিঝিল রুট, তাপমাত্রা ৩২-এ নামার অপেক্ষা

১০ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গঠন

কর্মকর্তাদের বিধি মেনে চলার নির্দেশ প্রধান বিচারপতির

ওরিয়নের ওবায়দুল করিম ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তির আশ্বাস রাশিয়ার

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌ-বাহিনীর ২০০ সদস্য

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর

গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিত

ফ্যাটি লিভারের প্রতিকার ও পদক্ষেপ

ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে: বিমান সচিব

হাসিনার সম্পদ লুটের তদন্তে লন্ডনকে ঢাকার অনুরোধ

২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবারও চলবে মেট্রোরেল

শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ

জাবিতে দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

আ.লীগের মতো করলে একই দশা আমাদেরও হবে: ফখরুল

এমএ রশিদ হাসপাতালে আইসিইউ এবং এইচডিইউ’র উদ্বোধন

ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রেইজার

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব

পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত থাকবে: পরিকল্পনা উপদেষ্টা