জামালপুরে সেনা সদস্যের স্ত্রী শাহীনা আক্তার (৩৮) কে ধর্ষণ করে খুন করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির মোঃ রাসেল খান (২৭) তিনি মেলান্দহ থানার সুলতানখালী গ্রামের বাবুল খানের ছেলে। র্যাব বলছে, তাঁকে গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জামালপুর সদর থানাদিন পলিশা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি খুন ও ধর্ষণের ঘটনার মূল আসামি।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার জামালপুর র্যাব ১৪ মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সংস্থাটি।
সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী বলেন, নিহত শাহিনা আক্তার (৩৮), স্বামী মোঃ আব্দুল সালাম (৪১) বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী করার কারণে এবং তার দুই সন্তান এলাকার বাহিরে লেখাপড়া করার সুবাদে জামালপুর জেলার মেলান্দহ থানাধীন দুরমুঠ গ্রামের বাড়ীতে একাই বসবাস করতেন তিনি। গত ১০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার পর হইতে ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় নিহত শাহিনা আক্তার এর বসত ঘরে আসামিরা প্রবেশ করে হাত-পা বেধে মুখে কাপড় গুজে দিয়ে তাকে ধর্ষণ করে। পরে নগদ টাকা ও গহনাসহ সর্বমোট- ৮,৮০,০০০/= (আট লক্ষ আঁশি হাজার) টাকার মালামাল লুণ্ঠন করে।এবং ধর্ষন এর পর তাকে হত্যা করে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে, নিহতদের ভাই মোঃ মনজুরুল ইসলাম (৩২) বাদি হয়ে মেলান্দহ্ থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে যার মামলা নং-০৮/১৭৬।
জামালপুর র্যাব ১৪, সিপিসি-১ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করেছেন। ধৃত আসামীকে জামালপুর জেলার মেলান্দহ থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।