ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র অরুয়াইল বাজারের ব্যবসায়ী মোঃ বাচ্চু মিয়া’র ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও তার ছেলেকে মারধর করে হত্যাচেষ্টা এবং লুটপাটের ঘটনায় স্থানীয় ৪ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
চলতি বছরের গত ২৪ জুলাই ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে অরুয়াইল এলাকার ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মৃত গণি মিয়া’র ছেলে বাচ্চু মিয়া। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্যে সি আই ডি কে দায়িত্ব দেয় আদালত। তদন্ত শেষে সি আই ডি র জমা দেওয়া তদন্ত রিপোর্টে ঘটনার সত্যতা পাওয়ায় ওয়ারেন্ট ইস্যু করেন আদালত।
মামলার আসামিরা হলেন- ১) মোঃ খসরু মিয়া (৫২) পিতা: মৃত জয়ধর আলী, ২) রফিকুল ইসলাম (৪৮), পিতা- আবু আহম্মদ, ৩) সাইদুল ইসলাম (৩৫), পিতা- আবু আহমেদ, ৪) নাদিম হক (২২), পিতা- খসরু মিয়া। সকলেই অরুয়াইল ইউনিয়নের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা গেছে, মামলার তৃতীয় স্বাক্ষী স্থানীয় গিয়াস উদ্দিন (৩১) এর মালিকানাধীন একটি মার্কেট দীর্ঘদিন যাবত নানাভাবে দখলের চেষ্টা করছে আসামি পক্ষ। এই মার্কেটে'ই ৬০০০ টাকা ভাড়ায় একটি দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করতেন বাচ্চু মিয়া। আসামি পক্ষ জোরপূর্বক সেই মার্কেট দখলের নানা চেষ্টা চালানোর পাশাপাশি বাচ্চুকে দ্রুত দোকান খালি করতে বলেন। কিন্তু বাচ্চু মিয়া খালি না করে স্থানীয় অন্যান্যদের কাছে এর প্রতিকার চাইলে মামলার ১ নং আসামি মোঃ খসরু মিয়া'র নেতৃত্বে অন্যান্য আসামিরা গত (২৬ ই জুন) বাচ্চু মিয়া'র দোকানে হামলা চালিয়ে তার ছেলে মামলার ১ নং স্বাক্ষী মোজাম্মেল মিয়া (২০) কে মারধর এবং হত্যাচেষ্টা করে। পরবর্তীতে দোকানের ক্যাশে থাকা নগদ ৫,৫০,০০০ টাকা, প্রায় ১০০ পিস গ্যাস সিলিন্ডার পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। এছাড়াও হামলায় দেয়াল ও দরজা'র ভাংচুরে প্রায় দেড় লক্ষ টাকা'র ক্ষতি হয় তার। এমতাবস্থায় স্থানীয় ভাবে কোনো সমাধান না পেয়ে আদালতে মামলা দায়ের করেন তিনি।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি'র) দায়িত্বে থাকা (তদন্ত কর্মকর্তা) মোঃ রফিকুল হাসান বলেন, ৪ জনের ওয়ারেন্টের কাগজ আমরা পেয়েছি। আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান আছে।