মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকায় মডেল মসজিদের নিকটে রাত ১০:৩০ মিনিটের সময় যৌথবাহিনীর সসমন্বয় লেফটেন্যানট গালিব এর নেতৃত্ব একটি চৌকস দল মহাসড়কে চেকপোস্ট স্হাপন করে অবৈধ দ্রব্যসামগ্রী এবং গাড়ির বৈধ কাগজ চেক করা হয়। এসময়ে গাড়ির বৈধ কাগজ পএ না থাকায় ৪টি যানবাহনকে ২১০০০ ( একুশ হাজার ) টাকা জরিমানা করা হয়।
এবং একই যৌথ চৌকস দল মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার এবং একটি বড় রামদা,০২টি দা,০৩টি রড,০৮টি বাটুন মোবাইল ( বিভিন্ন মডেল)এবং ০৩টি এন্ডুয়েট মোবাইল ( বিভিন্ন মডেল) উদ্বার করা হয়। আসামীরা হলো ১।সাইফুল ইসলাম( ২৮) ২।মো: হেলাল( ৩৫) ৩।আলমগীর ( ৩৩) ৪।মো: শহিদ ( ৪০) । আটকের পর গ্রেফতার কৃত আসামী এবং জব্দকৃত মালমাল মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।
গত ৫ আগষ্টের পরে মাগুরায় সাধারন জনগন যে আতংকিত ছিল সেনা বাহিনীর এসকল অভিযানে মাগুরায় মানুষের মনে আস্হা ফিরেছে এবং এসব অভিযানের কারনে সেনাবাহিনী প্রশংসায় ভাসছেন। সেনাবাহিনী সকল ধরনের অভিযান অব্যাহত থাকবে এমনই যানিয়েছেন।