খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পাইকগাছা উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে প্রায় দিনভর তিনি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ঐতিহাসিক স্থাপনাও পরিদর্শন করেছেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এস,এম রিফাত-বিন-রফিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদারসহ সকল ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মী।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পাইকগাছা থানা ভবন, পৌরসভা কার্যালয়, উপজেলা কৃষি অফিস, উপজেলা ভূমি অফিস, জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র (পিসি) রায়ের জন্মস্থান রাড়ুলীর ঐতিহাসিক বসতভিটা, দেশের প্রথম বালিকা বিদ্যালয় ‘ভূবণ মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়’, রাড়ুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়, রাড়ুলী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন শেষে কপিলমুনির উদ্দেশ্যে পাইকগাছা ত্যাগ করেন।