কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও উপ-সচিব পদে মেধার ভিত্তিতে পদোন্নতিসহ বিদ্যমান কোটার অবসানের দাবিতে সারাদেশের ন্যায় নাসিরনগরে সিভিল সার্ভিসের ২৫ ক্যাডারের কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি পালন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা শহীদ মিনার চত্ত্বরে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর আহ্বানে সারাদেশের ন্যায় নাসিরনগরে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
এই মানববন্ধন কর্মসূচিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা জানান জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপ-সচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করে। 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ' এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া, পরিষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্ব-স্ব ক্যাডারের কর্মকর্তা দ্বারা পরিচালনার দাবি করেন। ইতিমধ্যে গত ২৪ তারিখে সারাদেশে ১ ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছির, সিনিয়র কৃষি কর্মকর্তা আল মামুন, মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, ডাঃ জীবন চন্দ্র দাস, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ হাবিবুন্নবী, ডাঃ সুব্রত চক্রবর্তী, ডাঃ মোহাম্মদ রায়হান।