সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে বিকল হয়ে পড়া জাহাজের ৭২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি দল এ উদ্ধার অভিযানে অংশ নেয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, পর্যটকবাহী জাহাজটি আটকে থাকার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই কোস্ট গার্ড আউটপোস্ট বাহাড়ছড়া এবং স্টেশন টেকনাফের দুইটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। যৌথবাহিনীর তৎপরতায় বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে জাহাজ থেকে সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
এর আগে বৃহস্পতিবার বিকালে পর্যটকবাহী জাহাজ ‘এম ভি গ্রিন লাইন’ সেন্টমার্টিন থেকে ৭২ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে। রাতে উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে পানি প্রবেশ করে শর্ট সার্কিট হয়ে জেনারেটর বন্ধ হয়ে যায় এবং এটি টেকনাফের বাহাড়ছড়ার কচ্ছপিয়া নামক চরে আটকে যায়।
আমার বার্তা অনলাইন