শুধু শেখ হাসিনা ইস্যুতে দিল্লি–ঢাকা সম্পর্ক বাধা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তৌহিদ হোসেন বলেন, ‘প্রতিবেশীসহ স্বার্থ সংশ্লিষ্ট দেশ সবার সাথেই সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কে উন্নয়নে কাজ করে যাবে ঢাকা। শুধু শেখ হাসিনা ইস্যুতে বাধা হয়ে দাঁড়াবে
না বাংলাদেশ–ভারত সর্ম্পক।’ এ সময় গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।উপদেষ্টা বলেন, নতুন বছরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং। পাশাপাশি রাখাইন পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার।
তিনি জানান, নতুন বছরে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। এরই অংশ হিসেবে চলতি মাসেই দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছি। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন পরিস্থিতি পাল্টে গেছে। এ অবস্থায় রোহিঙ্গা সঙ্কট সমাধান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মিয়ানমারের রাখাইন পরিস্থিতিকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, পুরো পরিস্থিতির দিকে সরকার নজর রাখছে। পাঁচ আগস্টের পরিবর্তন। শেখ হাসিনার ভারতের আশ্রয় নেওয়া। তলানিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক। রাখাইনে আরাকান আর্মির শক্ত অবস্থান। প্রতিবেশী বদলের শঙ্কা। এমন নানা ঘটনা প্রবাহে গেলো বছরে অস্থির একটা সময় পার করেছে বাংলাদেশের কূটনীতি।এরই মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তবে দিল্লি এখনও এ বিষয়ে কিছু জানায় নি।