মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হোসেন্দী অর্থনৈতিক জোনে সিটি গ্রুপ কোম্পানির নির্মানাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সেন্টারিং ভেঙ্গে ১৪ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া যায় ।
শনিবার (৪ জানুয়ারি)মুন্সীগঞ্জের গজারিয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।
আহতরা হলেন- রিয়াজুল (৩২), নাইম (২০), মাহেদুল (২৪), মিন্টু (৩৫), সমুন (২৪), মামুন আলী (২৮), আবুবকর (২২), রাকিব (২৮), কামাল (৫০), মিরাজ (২২),আল আমিন (২২), রাজিউল (২২), মানিক (২৭), আজাদ (৩৫)। আহতদের অধিকাংশের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায় বলে জানা গেছে।
আহতদের মধ্যে আজাদ, রাজিউল, আল আমিন, সুমনের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার মো. সোলায়মান জানান, আহতদের মধ্যে চারজনকে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা চলছে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত মল্লিক জানান, সিটি গ্রুপ কোম্পানির নির্মানাধীন নতুন একতলা ভবনের ছাদ ঢালাই সেন্টারিং মাচা ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ১৫/১৬ জন আহত হয়েছে।
সিটি গ্রুপ কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা আরিফ জানান, কোম্পানির ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা কাজ তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছে। কেন এই ঘটনা ঘটেছে তা বিস্তারিত পরবর্তীতে জানা যাবে।