ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ১ জনকে গ্রেফতার করে দুই মাসের কারাদন্ড ও আরেকজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ আকাশি বিলে অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। এসময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।
অভিযানে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান সঙ্গীয় ফোর্স'সহ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় ১ জনকে কারাদণ্ড ও অন্যজনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।