নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকার লিয়াকত আলী ওরফে রেকার ছেলে আমীর হোসেন (৩৮) ও নবী হোসেনের (৪০) বিরুদ্ধে হত্যার হুমকি ও ১০ লাখ টাকা দাবীর অভিযোগ উঠেছে। এই ঘটনায় একই এলাকার বিনয় ভূষন রক্ষিৎ'র ছেলে শংকর কুমার রক্ষিৎ রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দুই সহোদর আমীর হেসেন ও নবী হোসেনের সাথে শংকর কুমার রক্ষিৎ'র বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত শত্রুতা চলে আসছে। এই শত্রুতার জের ধরে শংকর কুমার রক্ষিৎ সহ তার পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসতেছে। এমতাবস্থায় শত্রুতার জের ধরে গত ১৪ ফেব্রুয়ারি আমীর হেসেন ও নবী হোসেন দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে রাতে বরুনা মধ্যপাড়া জামে মসজিদের সামনে শংকর কুমার রক্ষিৎকে অকথ্য ভাষা গালিগালাজ করতে থাকে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর প্রতিবাদ করলে শংকর কুমার রক্ষিৎকে মারধর করতে উদ্যত হয়। এসময় হৈ চৈ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে আমীর হেসেন ও নবী হোসেন শংকর কুমার রক্ষিৎকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও তাদের হাত থেকে নিস্তার পাইতে হলে ১০ লক্ষ টাকা প্রদান করিতে হবে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।