হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের সাইয়াউক গ্রামের ফজলু মিয়ার বড় ছেলে। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
মাধবপুর থানার ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোক্তার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাধবপুর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলা, মারধর, সরকারি সম্পত্তি লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে মিজানের বিরুদ্ধে। এছাড়া, অবৈধ বালু ও মাটি কাটার অভিযোগে থানায় করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি।
পুলিশের দাবি, ৫ আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন মিজানুর রহমান মিজান। তাকে গ্রেফতারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।