ই-পেপার বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি:
১৮ মার্চ ২০২৫, ১৫:৫৫

গাজীপুরের হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুডস লিমিটেড (খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান) কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তিন শিফটে ওই কারখানায় প্রায় সাড়ে চারশ শ্রমিক কাজ করেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত মহাসড়কের হোতাপাড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে তারা কারখানায় অবস্থান কর্মসূচি পালন করছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে, আন্দালনরত শ্রমিক, শিল্পপুলিশ এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

আন্দালন চলাকালে মহাসড়কের উভয় পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চালক, যাত্রী ও স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ, শিল্পপুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে কারখানা অভ্যন্তরে অবস্থান নেয়। পরে সকাল ১০টা ৫০ মিনিটে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আন্দালনরত শ্রমিকরা বলেন, ‘প্রতি বছরই ঈদ এলে মালিক ও কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আমাদের বেতন বোনাস নিয়ে এরকম টালাবাহানা করে থাকেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। আসন্ন ঈদ বোনাসও এখনও দেয়নি কারখানা কর্তৃপক্ষ। বিভিন্ন সময় বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ সব পাওনা পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ টালবাহানা করছে। থানা, শিল্পপুলিশ এবং সেনাবাহিনীর আশ্বাসে আমরা মহাসড়ক থেকে সরে এসেছি। তারা আমাদের বলেছে, আজ বিকালের মধ্যে বোনাসসহ আমাদের সব পাওনা পরিশোধ করে দেবে। এ মুহূর্তে সব শ্রমিক কারখানার অভ্যন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। বোনাসসহ বকেয়া পাওনা না দিলে আমরা কারখানা থেকে যাবো না।’

এদিকে, গাজীপুর শিল্পপুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন, ‘মার্চ মাসসহ দুই মাসের বেতন এবং ঈদ বোনাস বকেয়া রয়েছে। সড়ক অবোধের খবর পেয়ে থানা, শিল্পপুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদেরকে দাবি পূরণের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে কারখানা অভ্যন্তরে অবস্থান নিয়েছেন। যৌথ বাহিনীর সদস্যরা কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। চেষ্টা করা হচ্ছে যেন আজকের মধ্যেই শ্রমিকদের বোনাসসহ সব বকেয়া যাওনা পরিশোধ করা হয়।’

ফু-ওয়াং ফুডস লিমিটেড (খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান) কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মুকিত হোসাইন বলেন, ‘শ্রমিকদের দাবি সঠিক নয়। শুধু ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। ইতোমধ্যে গতকাল বিকাল থেকে বেতন দেওয়া শুরু হয়েছিল। রাত হয়ে যাওয়ায় এবং টাকার অঙ্ক বড় হওয়ায় কিছু শ্রমিকের বেতন বাকি ছিল। ব্যাংক থেকে টাকা আনার পর বেতন দেওয়া শুরু হবে।’

আমার বার্তা/এমই

এনজিও পুরুষ কর্মীকে বেঁধে নারী কর্মীর নগ্ন ভিডিও ধারণ, টাকা আদায়

কুমিল্লার চান্দিনায় এনজিও’র দুই কর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। রাস্তা থেকে একদল যুবক তাদের

নারায়ণগঞ্জে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

ভাড়া বাড়বে যমুনা রেলসেতুতে চলাচলকারী ট্রেনে: সচিব

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, ‘১৯৯৮ সালে নির্মিত যমুনা বহুমুখী সেতুটি রেললাইনের জন্য

মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবা গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসী

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই বাবা এনামুল হক জনির বিরুদ্ধে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দুদের ওপর হামলা ধর্মীয় নয় রাজনৈতিক: প্রধান উপদেষ্টা

এনজিও পুরুষ কর্মীকে বেঁধে নারী কর্মীর নগ্ন ভিডিও ধারণ, টাকা আদায়

৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

রোগের ধরনে মানুষ ও প্রাণীকে আলাদা করা যাচ্ছে না: ফরিদা আখতার

গ্রামীণ ইউনিভার্সিটি নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

সিগারেটে মূল্যস্তর কমিয়ে তিনটি করার প্রস্তাব আত্মা’র

আইন মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

নারায়ণগঞ্জে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ৬ জন গ্রেপ্তার

যাত্রী নিরাপত্তায় দূরপাল্লার লঞ্চে থাকবে সশস্ত্র আনসার: সাখাওয়াত

বিজয়-শান্তর সেঞ্চুরিতে গাজী গ্রুপ-আবাহনীর জয়

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না: মোশাররফ

ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক

সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান ফারুকের

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র নয় প্রথা ভেঙে ইউরোপ সফর করলেন কানাডার প্রধানমন্ত্রী

ঈদের আগে মার্চ মাসের বেতন পাচ্ছেন না ৫ লাখ শিক্ষক-কর্মচারী

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বৃহস্পতিবার শুরু

গাজায় রাতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়াল

উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

এবার ঈদুল ফিতরে সরকারি ছুটি ৫ দিন