ব্যাতিক্রমধর্মী সামাজিক সংগঠন আকজ এর আয়োজনে (১ মে ২০২৫) বৃহস্পতিবার ঐতিহাসিক মহান মে দিবসের তাৎপর্য ও দক্ষ জনশক্তি তৈরিতে করণীয় শীর্ষক এক আলোচনা সভা ঢাকার শিশু কল্যাণ পরিষদের সেমিনারে হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. লে. কর্ণেল নাজমুল আহাসান কলিমউল্লাহ।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান জনাব সাব্বির আহমেদ রনি।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ।
সাংবাদিক ও কলামিষ্ট রিন্টু আনোয়ার সভাপতিত্বে
অনুষ্ঠান পরিচালনা করেন আকজ এর প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. লে. কর্ণেল নাজমুল আহাসান কলিমউল্লাহ জানান, সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে এই দিবসের গুরুত্ব অপরিহার্য। আকজ এই আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
এসময় সভাপতির বক্তব্যে রিন্টু আনোয়ার বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই মজুরী পরিশোধ করতে হবে। সেই লক্ষেই আমাদের কাজ করে যেতে হবে।
এসময় আকজ এর প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেন, আকজ ব্যতিক্রমধর্মী আয়জনের সাথে সব সময় আছে। বুদ্ধিভিত্তিক সমাজ বিনির মানে আকজ কাজ করে যাবে সবাইকে নিয়ে।