কক্সবাজার মহেশখালীতে রফিক আহমদ মামুন (৩৮) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (৫ মে) গভীর রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা গ্রামের মৃত মনসুর আলমের ছেলে। তিনি কালামারছড়া ইউনিয়ন যুবদলের কর্মী।
তবে পুলিশ বলছে- নিহত মামুনের বিরুদ্ধে অস্ত্র আইন এবং হত্যার অভিযোগসহ অন্তত ১১টি মামলা রয়েছে।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, দুর্বৃত্তের গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি। নিহত মামুনের বিরুদ্ধে অস্ত্র আইন এবং হত্যার অভিযোগসহ অন্তত ১১টি মামলা রয়েছে।
নিহতের মামাতো ভাই মোহাম্মদ মোস্তফা জানান, মামুন মামলার হাজিরা দিতে কক্সবাজারে যান। সেখান থেকে ফেরার পথে পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করা হয়।
আমার বার্তা/এল/এমই