নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো কবরস্থানের উন্নয়নমূলক কার্যক্রম চলাকালীন সময়ে এলাকাবাসী এক অস্বাভাবিক ও দুঃখজনক চিত্রের মুখোমুখি হয়েছেন। অভিযোগ উঠেছে, হাইওয়ে থেকে আনা ময়লা ও আবর্জনামিশ্রিত মাটি কবরস্থানের সামনে ফেলা হচ্ছে, যার ফলে কবরস্থান, সংলগ্ন মসজিদ এবং পথচারীদের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর দাবি, উন্নয়নের নামে এই ধরনের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত কাজ কেবল পরিবেশ দুষণই নয়, বরং ধর্মীয় স্থানের প্রতি চরম অবহেলারও প্রতিফলন। তারা জানান, পবিত্র কবরস্থানের সম্মান ও পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব, অথচ এখানে উল্টো কবরস্থানের সামনেই আবর্জনার স্তূপ তৈরি করে তা অসম্মানিত করা হচ্ছে।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কবরস্থান উন্নয়নের জন্য সুপরিকল্পিত ও পরিচ্ছন্ন কার্যক্রম জরুরি। উন্নয়নের নামে যদি পরিবেশ নষ্ট হয় এবং ধর্মীয় স্থানের প্রতি অবমাননা হয়, তাহলে সেই উন্নয়ন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।
তারা দ্রুত আবর্জনা সরিয়ে উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে পরিচালনার আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারির দাবি তুলেছেন ।