পরিবেশ সুরক্ষায় Shadow of Change এর উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে । শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ ঘঠিকার সময় “পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণের বিকল্প নেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক উন্নয়নমূলক সংগঠন Shadow of Change (SOC) উখিয়ার মোছারখোলা মিফতাহুল উলুম মাদ্রাসা ও হেফজখানা প্রাঙ্গণে আয়োজন করে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, যা ভবিষ্যতে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ শিক্ষার্থীদের শৈশবকাল থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করবে বলে আয়োজকদের প্রত্যাশা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং Shadow of Change-এর সদস্যরা। আয়োজকরা জানান, “প্রকৃতিকে রক্ষা না করলে টেকসই ভবিষ্যৎ কল্পনা করা সম্ভব নয়। তাই তরুণ প্রজন্মকে সবুজ আন্দোলনে সম্পৃক্ত করা আমাদের মূল লক্ষ্য।”
এই সফল আয়োজনের সার্বিক সহযোগিতা করেছে Safety Network Bangladesh, British American Tobacco।
উল্লেখ্য, Shadow of Change দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচি তাদের চলমান পরিবেশবান্ধব কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ।