
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত আসলাম গ্রুপের সমর্থকরা।
রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংযুক্ত বয়কট লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়ক অবরোধ করেন সহস্রাধিক নেতাকর্মী।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়াকে তারা মনোনয়ন দেওয়ার দাবি জানান।
মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নেন তারা।
সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও যাহবাহনের চালকরা।
আসলাম গ্রুপের সমর্থক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী বলেন, আমরা এই অবৈধ মনোনয়ন মানি না। যে ১৭ বছর মাঠে ছিল তাকে বাদ দিয়ে সংস্কারপন্থি নেতাকে মনোনয়ন দিয়েছে। আমরা এটা মানি না। দ্রুত এই মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলামকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য দলীয় প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমার বার্তা/এমই

