
বেনাপোল স্থলবন্দরের কেমিক্যাল শেডে অগ্নিকাণ্ডসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে সাত দফা কঠোর নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৭ ডিসেম্বর) বন্দর পরিচালক (ট্রাফিক) ও উপসচিব শামীম হোসেন স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ দেওয়া হয়।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— নিলামযোগ্য ও পরিত্যক্ত কেমিক্যাল দ্রুত অপসারণ, স্টোরেজ নীতিমালা ও সেফটি ডাটাশিট অনুসরণ এবং ভারতীয় চালকদের যত্রতত্র রান্না বন্ধ করে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা। এছাড়া বন্দরে প্রবেশের সময় লাইটার বা ম্যাচ বক্স রাখা নিষিদ্ধ করা হয়েছে এবং কেউ ধূমপান বা রান্না করলে তাকে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদারে কেমিক্যাল শেড ও টিটিআই ইয়ার্ডে আনসার ও নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে যৌথ টহল টিম গঠন এবং ফায়ার সার্ভিসকে নিয়মিত নজরদারি করার আদেশ দেওয়া হয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বন্দরের সার্বিক নিরাপত্তা ও ঝুঁকি কমাতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
আমার বার্তা/মো. আজিবর রহমান/এমই

