টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১নং মহেড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. সোরহাব আলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছে স্থানীয় সরকার টাঙ্গাইল। গণসংবর্ধনার নামে পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমপি প্রার্থীকে নিয়ে ক্যাম্পেইন করার অভিযোগে তাকে গত ২২ মে স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-সচিব ও উপ-পরিচালক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক প্যাডে তাকে শোকজ করা হয়।
জানা যায়, গত ১৭ মে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের জনগণের পক্ষে রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে ১০৭ নং সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) সভাপতি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন সোরহাব আলী। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ও ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুর রহমান মাসুদ উপস্থিত ছিলেন এবং সোরহাব আলী তার পক্ষে নমিনেশন ক্যাম্পেইন করেন। যা ইউনিয়ন পরিষদ আইনের পরিপন্থী। তাই আইনের বিধি অনুযায়ী আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।
প্রসঙ্গত, গত ১৬ মে গাবসারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. খোরশেদ আলম টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোরহাব আলীকে শোকজ করা হয়।
এ ব্যাপারে মহেড়া ইউপি সচিব সোরহাব আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় আমাকে সংবর্ধনা দিয়েছেন। তবে, ওই অনুষ্ঠানে আমি কোনো এমপি প্রার্থীর পক্ষে কোনো কথা বা ক্যাম্পেইন করিনি। একটি শোকজের চিঠি পেয়েছি।
স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-সচিব শামীম আরা রিনির সরকারি নাম্বারে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবি/ জিয়া