সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে এক কিশোরীকে দোকানের ভিতর ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) দুপুরে গ্রেফতারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ
গ্রেফতাররা হলেন: আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার গিয়াস ওরফে ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৬), একই এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২৫) ও মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)। শুভ ভুক্তভোগীকে ধর্ষণের সময় অভি ও সমিরকে সহায়তা করেছিল বলে দাবি ভুক্তভোগীর।
পুলিশ জানায়, অভি আশুলিয়ার ইয়ারপুর এলাকায় একটি সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী। ভুক্তভোগী কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (২৫ জুলাই) রাতে কৌশলে ভুক্তভোগীকে দোকানে ডেকে নেন অভি। এক পর্যায় আরও দুই সহযোগীসহ ওই কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন তারা। পরে ভোরের দিকে ছাড়া পেয়ে ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর করা মামলায় ওই তিনজনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
আমার বার্তা/এল/এমই