ই-পেপার শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩২

চাহিদা বাড়ায় কমছে ট্রেজারি বিল-বন্ডের সুদের হার

আমার বার্তা অনলাইন:
১৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৫

ট্রেজারি বিল ও বন্ড কেনায় ব্যাংকগুলোর আগ্রহ বেড়ে যাওয়া সরকারের স্বল্পমেয়াদে ধার নেওয়ার অন্যতম টুল ট্রেজারি বিল এবং দীর্ঘমেয়াদে ধার নেওয়ার টুল ট্রেজারি বন্ডের সুদের হার ১০ থেকে ২৯ বেসিস পয়েন্ট পর্যন্ত কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৫ জানুয়ারি) ৪ হাজার কোটি টাকার ৫ বছর মেয়াদি বন্ড বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। এর বিপরীতে ব্যাংকগুলো বিভিন্ন সুদহারে প্রায় ১৮ হাজার কোটি টাকা অফার করে। সবশেষে ১২ দশমিক ০৯ শতাংশ সুদহারে এই বন্ড বিক্রি করা হয়।

এর আগের নিলামে এই বন্ড বিক্রি করার ক্ষেত্রে সরকারকে ১২ দশমিক ৩৮ শতাংশ সুদ দিতে হয়েছিল। অর্থাৎ, ৫ বছর মেয়াদি বন্ডে সুদের হার কমেছে ২৯ বেসিস পয়েন্ট।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, গত সোমবার এক নিলামের মাধ্যমে ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলে ১১ দশমিক ৩৪ শতাংশ সুদে ৩ হাজার ৫০০ কোটি টাকা, ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলে ১১ দশমিক ৬৮ শতাংশ সুদে ২ হাজার কোটি টাকা এবং ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলে ১১ দশমিক ৮১ শতাংশ সুদে ২ হাজার কোটি টাকা ধার নিয়েছে সরকার।

এর আগে সর্বশেষ ৬ জানুয়ারি ট্রেজারি বিলের নিলামে ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলে ১১ দশমিক ৪৩ শতাংশ, ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলে ১১ দশমিক ৮০ শতাংশ এবং ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলে ১১ দশমিক ৯৫ শতাংশ সুদ ধরা হয়েছিল। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ট্রেজারি বিলের সুদের হার কমেছে সর্বোচ্চ ১৪ বেসিস পয়েন্ট।

নাম না প্রকাশের শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত কয়েক মাস ধরে আমানত প্রবৃদ্ধি বাড়তে থাকা এবং ঋণ চাহিদা অনেক কমে যাওয়ায় অনেক ভালো ব্যাংকের তারল্য বেড়ে গেছে।

তিনি বলেন, গত বছরের নভেম্বরে তারল্য সংকট মোকাবিলায় ছয়টি ব্যাংককে টাকা ছাপানোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ২২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়ায় মার্কেটে টাকার জোগান বেড়েছে। এসব তারল্য বিনিয়োগ করার জন্য ব্যাংকগুলো ট্রেজারি বিল ও বন্ডের দিকে ঝুঁকছে।

ব্যাংকিং খাত থেকে সরকারের ধার করার প্রবণতা কমছে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত বছরের ৩১ ডিসেম্বরে ব্যাংকগুলোর হিসাব ক্লোজ করতে হয়। তখন ব্যাংকের স্বাস্থ্য ভালো দেখাতে ব্যাংকগুলো তারল্য হাতে রাখে। এখন এসব তারল্য বিনিয়োগের সময় এসেছে। তবে ঋণের চাহিদা কম থাকায় ও ব্যাংকগুলোর হাতে বিনিয়োগের বিকল্প না থাকায় তারা ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে।

ওই কর্মকর্তা আরও বলেন, সুদহার না কমিয়ে আগের মতো রাখলে আরও ১০ হাজার কোটি টাকার বন্ড বিক্রির সুযোগ ছিল।

বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ব্যাংকগুলো এখন ঋণের বিপরীতে সর্বোচ্চ ১২ থেকে ১৪ শতাংশ আদায় করছে। তবে ঋণের চাহিদা অনেক কমে গেছে। এছাড়া ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো আগের তুলনায় বেশি সতর্ক এখন।

একইসঙ্গে ঋণ বিতরণ করলে ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ সিআরআর ও এসএলআর কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। এছাড়া এসব ঋণ ফেরত পাওয়া যাবে কি না, সেটি নিয়েও ব্যাংকগুলোকে শঙ্কায় থাকতে হয়।

সেসব দিক থেকে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ অনেক বেশি নিরাপদ। প্রথমত, সরকার এর গ্যারান্টর হওয়াতে টাকা আটকে যাওয়ার সুযোগ নেই। দ্বিতীয়ত, এসব বিল-বন্ডের সুদহার ঋণের সুদের হারের কাছাকাছি। তৃতীয়ত, এসব বিল-বন্ডের বিপরীতে ব্যাংকগুলোকে সিআরআর ও এসএলআর রাখতে হয় না।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্যাংকগুলো এখন বুঝতে পারছে সরকার খরচ কমানোর কারণে ঋণ চাহিদা কমার সম্ভাবনা রয়েছে। ফলে সামনের দিনগুলোতে বিল-বন্ডের সুদহার আরও কমতে পারে। ফলে তারা হাতে থাকা তারল্য লক করে দিতে চাইছে। কারণ, বর্তমানে ঋণের চাহিদা অনেক কমে এসেছে এবং ব্যাংকগুলোর বিকল্প বিনিয়োগের সুযোগ কম।

সামনে মূল্যস্ফীতি কমলে বিল-বন্ডের সুদহার আরও কমে আসবে বলে মন্তব্য করেন এই অভিজ্ঞ ব্যাংকার।

আমার বার্তা/এমই

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমে হবে ৪.১ শতাংশ

এবার বাংলাদেশের জিডিপির (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক। এর আগে একই

রমজান উপলক্ষে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি কেনার সিদ্ধান্ত

আগামী রমজান সামনে রেখে এক হাজার ১৯৭ কোটি ৫৪ লাখ টাকার নিত্যপণ্য সামগ্রী কেনার সিন্ধান্ত

মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচালের জাহাজ চট্টগ্রামে

গভর্নমেন্ট-টু-গভর্নমেন্টের (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে একটি জাহাজ

সবজিতে স্বস্তি, মাছ-চাল-পেঁয়াজ-মুরগির বাজারে অস্থিরতা

ভরা মৌসুম হওয়ায় বিগত কয়েক সপ্তাহ ধরে তুলনামূলক কম যাচ্ছে সব ধরনের সবজির দাম। দ্রব্যমূল্যের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

বিদায়ী সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে সাংবাদিকদের তোপের মুখে ব্লিঙ্কেন

হাসিনার নির্দেশে হেফাজতের ওপর তাণ্ডব চালায় বেনজীর

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালানো আসামী নওগাঁ থেকে গ্রেপ্তার

ব্রিটেনের রাজনীতিতে ছোট ভুলেও কড়া শাস্তি

বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ ট্রাম্পের

বইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট

বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়, জানাল ভারত

টিউলিপের পর এবার নজর সায়মা ওয়াজেদ পুতুলের দিকে

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমে হবে ৪.১ শতাংশ

দুপুরে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

অবশেষে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করল ইসরাইল

১৮ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

সাভারের আরন ডেনিম লিমিটেডের সুনাম নষ্ট করার পাঁয়তারা

বেনাপোলে ১২৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১

প্রিমিয়াম হোল্ডিংসের পিঠা উৎসব ও আবাসন মেলা

আজই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে ইসরায়েল

পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে : চরমোনাই পীর