ই-পেপার শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩২
পণ্যের গায়ে লেখা দামে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে

সুপারশপে কেনাকাটায় বাড়তি ভ্যাট দিতে হবে না

আমার বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭

সুপারশপে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের আর বাড়তি মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিতে হবে না। পণ্যের খুচরা মূল্য হিসেবে যে দাম লেখা থাকবে, তা দিলেই চলবে। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সুপারশপের মালিকদের মধ্যে একধরনের সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। শিগগিরই এনবিআরের ভ্যাট বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে।

এত দিন ধরে সুপারশপে কেনাকাটা করার সময় কখনো দেড় শতাংশ, কখনো ২ শতাংশ, কখনোবা ৫ শতাংশ ভ্যাট আরোপ করা ছিল। সর্বশেষ বাজেটের সময় সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়।

এ নিয়ে কিছুদিন ধরে চেইন সুপারশপের মালিকেরা আপত্তি জানিয়ে আসছিলেন। এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন তাঁরা।

এনবিআরের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট তুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে সুপারশপের মালিকদের তাঁদের পণ্যের গায়ে লেখা খুচরা মূল্যে পণ্য বিক্রি করতে হবে। আর খুচরা মূল্য (এমআরপি) ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। সুপারশপের মালিকেরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন। আগের পর্যায় থেকে ভ্যাট রেয়াত নেবেন।

এনবিআর সূত্রে জানা গেছে, উৎপাদন পর্যায়ে যেসব পণ্যে ভ্যাট নেই, সেগুলোর ক্ষেত্রে সুপারশপের মালিকেরা ভ্যাট দেবেন না। আটা, ময়দা, আদা ইত্যাদি পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই।

এনবিআরের ভ্যাট বিভাগের একজন কর্মকর্তা জানান, ১৫ শতাংশ ভ্যাট হলে তা খুচরা মূল্যে অন্তর্ভুক্ত থাকবে। সুপারশপের মালিকদের ভ্যাট রেয়াত নেওয়া সহজ হবে। তবে এ জন্য সুপারশপের মালিকদের ভ্যাটের চালান দেয় এমন প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনতে হবে।

>> কেন জটিলতা

চেইন সুপারশপের মালিকদের হিসাব অনুসারে, সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ হলে ৫০ শতাংশ মূল্য সংযোজন করতে হয়। আর ৫ শতাংশ ভ্যাট আরোপের ক্ষেত্রে পণ্যের ওপর ৩৩ শতাংশ মূল্য সংযোজন হয়। কিন্তু সুপারশপে বিক্রি করা মুদি পণ্যে ১৫-২০ শতাংশের বেশি মূল্য সংযোজন হয় না।

এসিআই লজিস্টিকের (স্বপ্ন) এমডি সাব্বির হাসান নাসির বলেন, আধুনিক বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় সুপারশপকেন্দ্রিক বেচাকেনা অপরিহার্য। কারণ, এতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে (ই-ট্রান্সজেকশন) সম্ভব হয়। খাদ্যের মান নিশ্চিত করা সম্ভব হয়। নারীর ক্ষমতায়ন হয়। তিনি বলেন, সুপারশপে বৈষম্যমূলক ভ্যাট আরোপ হয়েছে। এই ভ্যাট প্রত্যাহার করা উচিত।

এনবিআর সূত্রে জানা গেছে, প্রতিবছর সুপারশপ খাত থেকে ১৫৫ কোটি টাকার ভ্যাট পায় এনবিআর। সুপারশপের মালিকদের দাবি, খুচরা মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে এবং সঠিকভাবে যথানিয়মে বেচাকেনা হলে সুপারশপ থেকে সাড়ে চার হাজার কোটি টাকার মতো ভ্যাট আদায় করা সম্ভব।

>> সুপারশপের বাজার বাড়ছে

বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মতে, বর্তমানে দেশে নিত্যপণ্যের খুচরা বাজারের আকার প্রায় দেড় হাজার কোটি মার্কিন ডলারের। তিন বছর আগে এ ক্ষেত্রে সুপারশপের অংশ ছিল দেড় শতাংশের কম। এখন তা বেড়ে ৩ শতাংশের মতো হয়েছে। সুপারশপের ব্যবসার দ্রুত সম্প্রসারণ ঘটছে।

ব্যবসায়ীরা জানান, বর্তমানে সারা দেশে দেড় হাজারের বেশি সুপারশপ রয়েছে। এর মধ্যে চেইন সুপারশপ আছে প্রায় ছয় শ। পাঁচ বছর আগেও সুপারশপের সংখ্যা ছিল কয়েক শ। দেশের বড় চেইন সুপারশপগুলোর মধ্যে রয়েছে আগোরা, স্বপ্ন, মীনা বাজার, ডেইলি শপিং, ইউনিমার্ট, আলমাস, প্রিন্স বাজার, ডেইলি সুপারশপ প্রভৃতি।

সুপারশপগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে স্বপ্ন। সারা দেশে প্রতিষ্ঠানটির ৪৪০টি বিক্রয়কেন্দ্র রয়েছে। সূত্র : প্রথম আলো

আমার বার্তা/জেএইচ

রমজানের আগে পণ্যের দাম স্থিতিশীল, সংকট ভোজ্যতেলের

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর এসময়ে ছোলা, ডাল, চিনি, ভোজ্যতেল, মুড়ি ও খেজুরের

মূল্যস্ফীতি নিয়ে ৫-৬ মাসের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা: গভর্নর মনসুর

দু-চার মাসে দেশের মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান

রোজার সময় বাজার মনিটরিং করা হবে: অর্থ উপদেষ্টা

রমজানে ভোগ্যপণ্যের অবৈধ মজুতের বিরুদ্ধে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জ্বালানি চাহিদা মেটানো কঠিন, চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, জ্বালানি চাহিদা মেটানো কঠিন। তবে সরকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের ভোটের এসপিদেরও ওএসডি-অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

চলন্ত বাসে ডাকাতির ঘটনায় বড়াইগ্রাম থানার ওসিকে প্রত্যাহার

সংস্কারের গল্প বলে সময়ক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু

কৃষি সচিব ও বার্ন এন্ড প্লাস্টিক সার্জারীর পরিচালকের অপসারণ দাবিতে ঢাবিতে বিক্ষোভ

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খিলগাঁওয়ের ভয়াবহ আগুন

বনপাড়া পৌর জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের এক শ্রমিকের মৃত্যু

মান্দায় চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

নওগাঁর মান্দায় সালিসে মারধরে আহত ৩, আটক ২

সকা‌লের খরা কাটিয়ে বিকেলে জমে উঠল বইমেলা

মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন

চট্টগ্রামে মাঝপথে একুশের আবৃত্তি অনুষ্ঠান বন্ধ, শিল্পীকে হেনস্তার অভিযোগ

গজারিয়ায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

ভূমধ্যসাগরে মৃত্যুর মুখোমুখি হয়ে দেশে ফিরেছেন ৫ বাংলাদেশি

মাতৃভাষা দিবসে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

চব্বিশের আত্মত্যাগ উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে

ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বৈঠকে ঐক্যমত্য হলো না

অতিরিক্ত সচিব তপন কুমার বাধ্যতামূলক অবসরে

এফবিআইয়ের প্রধান পদে অনুমোদন পেলো ক্যাশ প্যাটেলের নিয়োগ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে মেলাপ্রাঙ্গণে ছুটছেন বইপ্রেমীরা