নওগাঁর মান্দায় চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্কাউটস মান্দা উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আলম মিয়া।
উপজেলা স্কাউটস কমিশনার গোলাম সোরয়ার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি সদেরুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, সম্পাদক আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, প্রধান শিক্ষক সেকেন্দার আলী, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমূখ।
কাব ক্যাম্পুরীতে উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ ক্যাম্পুরীর চলবে।