চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডের অব্যবহৃত জমিতে সম্ভাব্য বিনিয়োগ নিশ্চিতে পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল।
সোমবার (৭ এপ্রিল) সকালে কোরিয়ান কোম্পানি ইয়াং ওয়ানের আমন্ত্রণে তারা ইপিজেডের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এবং বর্তমান বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রায় আড়াই হাজার একর জায়গার এ ইপিজেডে বর্তমানে ৮ শতাধিক একর জায়গায় ৪৮টি ভবনে ১৫টি কারখানা উৎপাদনে রয়েছে।
ইপিজেডের এক কর্মকর্তা বলেন, আমরা অপারেশনাল ইপিজেড। প্রাইভেট সেক্টরে একমাত্র ইপিজেড এটি। এখানে বর্তমানে ১৫ জন বিনিয়োগকারী রয়েছেন। নতুনদের আমাদের অবস্থা দেখাতে এনেছি। সুযোগ-সুবিধা পরিদর্শনের পর তারা সিদ্ধান্ত নেবেন।
তিনি আরও জানান, এখন যতগুলো কারখানা রয়েছে, ভবিষ্যতে তার চেয়েও বেশি স্থাপন করা সম্ভব। ঢাকায় সামিটে অংশ নেওয়া কোরিয়ান বিনিয়োগকারীদের ইয়াং ওয়ানের তত্ত্বাবধানে এখানে আনা হয়েছে। আরও অনেক বিনিয়োগকারী আসবেন।
পরে সকাল ১০টার দিকে প্রতিনিধি দলটি মীরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে রওনা দেন। রাতে তারা ঢাকায় ফিরে যাবেন বলে জানা গেছে।