ই-পেপার বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নতুন বছরের উন্নয়ন বাজেট ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৫, ১৯:১৬

আগামী ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) এবং সড়ক ও মহাসড়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে পরিকল্পনা কমিশন।

মঙ্গলবার (৬ মে) পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করা হয়।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সভায় পরিকল্পনা সচিব, পরিকল্পনা বিভাগের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এডিপির চূড়ান্ত খসড়া আগামীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চূড়ান্ত অনুমোদন দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে এডিপি হবে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার। এটা চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে আগামী এনইসি সভায় অনুমোদনের জন্য সুপারিশ করা হবে।

নতুন উন্নয়ন বাজেটে স্থানীয় সরকার বিভাগকে বরাদ্দ দেওয়া হচ্ছে ৪০ হাজার ২৩ কোটি টাকা, গত অর্থবছরে তাদের বরাদ্দ ছিল ৩৭ হাজার ৯৭৬ কোটি টাকা। ফলে তারা ২ হাজার ৪৭ কোটি টাকা বেশি বরাদ্দ পাচ্ছে। সড়ক ও মহাসড়ক বিভাগে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩১ হাজার ৮২৮ কোটি টাকা।

চলতি অর্থবছরের চেয়ে ১ হাজার ৩৫৩ কোটি টাকা বেশি বরাদ্দ পাচ্ছে। স্বাস্থ্য বিভাগ পাচ্ছে ৭ হাজার ৭৩৪ কোটি টাকা, চলতি অর্থবছরে এ বিভাগে বরাদ্দ ছিল ১১ হাজার ১৫৩ কোটি টাকা, অর্থাৎ বরাদ্দ কমেছে ৩ হাজার ৪১৯ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষায় মাত্র ৪ হাজার ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এ বিভাগে চলতি অর্থবছরে ১৩ হাজার ৩১৮ কোটি টাকা বরাদ্দ ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ দেওয়া হচ্ছে ১০ হাজার ২২১ কোটি টাকা। এ বিভাগে চলতি অর্থবছরে ১০ হাজার ৮৮৭ কোটি টাকা বরাদ্দ ছিল।

পরিকল্পনা কমিশন জানায়, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে চলতি অর্থবছরের মূল এডিপির থেকে ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে এডিপি ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ৮৬ হাজার কোটি টাকা। গত অর্থবছর থেকে ২ হাজার ৪৭ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে এলজিডিকে ৪০ হাজার ২৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে এক হাজার ৩৫৩ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে সড়কে। তবে স্বাস্থ্য ও শিক্ষায় কমছে বরাদ্দ। বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। এছাড়া স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে।

এডিপির খসড়ার তথ্যমতে, এছাড়া বিদ্যুৎ বিভাগ ২০ হাজার ৯০৬ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। এছাড়া রেলপথ মন্ত্রণালয় বরাদ্দ পাচ্ছে ১০ হাজার ৯৮ কোটি টাকা। পানি সম্পদ মন্ত্রণালয় পাচ্ছে ৮ হাজার ৪৭৩ কোটি টাকা।

সূত্র জানায়, চলতি অর্থবছরের এডিপিতে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সংশোধিত এডিপিতে তা কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা করা হয়েছে। আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট মূল এডিপির তুলনায় ৩৫ হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত এডিপির তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো চাহিদা দিয়েছে ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা।

নতুন প্রস্তাবিত উন্নয়ন বাজেটে অর্থায়ন কমে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকায় নামছে, আর বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ১৪ হাজার কোটি টাকা কমিয়ে ৮৬ হাজার কোটি টাকায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমার বার্তা/এমই

মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি, বাড়ি ভাড়া-নিত্যপণ্যের দামে অস্বস্তি

গত কয়েক মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে এখনো উদ্বেগ রয়ে গেছে। মূলত চালের দাম, বাড়ি

সংকট মেটাতে শিল্পে বাড়তি ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত

সংকট মেটাতে শিল্পে বাড়তি ২৫ কোটি ঘনফুট (২৫০ মিলিয়ন ঘন ফুট-এমএমসিএফডি) গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া

বিজিএমইএ এর ৩৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ

তৈরি পোশাক শিল্পের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অভিজ্ঞ ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে বাংলাদেশ তৈরি পোশাক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ২৭ .৪৪ বিলিয়ন ডলারে

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলগামী মেয়েদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় পিতাকে কুপিয়ে গুরুতর জখম

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর: সাখাওয়াত হোসেন

সালমান ও পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধের আদেশ

আওয়ামী লীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিল ‘জুলাই ঐক্য’

ভারতীয় নাগরিকের অনুপ্রবেশে দি‌ল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সরকার

মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি, বাড়ি ভাড়া-নিত্যপণ্যের দামে অস্বস্তি

উপদেষ্টাদের বিদেশ সফরের অর্থ বরাদ্দের বিষয়ে নতুন নির্দেশনা

ঢাকা মেডিকেলে প্রশাসনের অভিযানে অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্দ

বিআইডব্লিউটিএ’র প্রকৌশলী রকিবুলের দুর্নীতির পাহাড়

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মা’ছুম

সংকট মেটাতে শিল্পে বাড়তি ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত

মোবাইল ফোনে স্মার্ট জীবন: দেশের ৫২ শতাংশ মানুষের নিরাপত্তা বেড়েছে

পাকিস্তানের গোলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫: ভারতীয় সেনাবাহিনী

সীমানা পুনর্নির্ধারণ: ৬১ আসনের আবেদন বিবেচনায় নেবে ইসি

সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন: ফারুক

বিজিএমইএ এর ৩৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ

খাগড়াছড়িতে অবৈধ অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিক আটক

এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি

ভারত-পাকিস্তান সংঘাত : সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ