ই-পেপার মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

শিল্পখাতে জ্বালানি দক্ষতা বাড়াতে অভ্যাসগত পরিবর্তনের তাগিদ

নিজস্ব প্রতিবেদক:
২৮ জুলাই ২০২৫, ১৭:৪৯
ডিসিসিআই-সানেম আলোচনায় নানা প্রস্তাব : ছবি আমার বার্তা

শিল্পের টেকসই ভবিষ্যৎ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানির দক্ষ ব্যবহার ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট শিল্প ও জ্বালানি বিশেষজ্ঞরা।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত "বাংলাদেশের শিল্পখাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি" শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনা সভা সোমবার (২৮ জুলাই) ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)'র চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, জ্বালানি দক্ষতা বাড়াতে আমাদের অভ্যাসগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে। মানসম্পন্ন ও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় শিল্প উৎপাদন ও রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশ। তিনি শিল্প-কারখানায় নিয়মিত 'এনার্জি অডিট' বাস্তবায়নের পাশাপাশি খাতভিত্তিক গবেষণা ও 'ইন্ডাস্ট্রি ম্যাপিং'-এর আহ্বান জানান।

সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, দেশের বিদ্যমান জ্বালানি পরিকল্পনায় দক্ষতা নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা নেই, এটি জরুরি ভিত্তিতে করতে হবে।

তিনি বলেন, জ্বালানির উৎস ও সরবরাহে প্রতিবন্ধকতা বিদ্যমান, একইসাথে পরিকল্পনাগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণ প্রয়োজন।

বিইপিআরসি চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, জ্বালানি সম্পর্কিত তথ্য প্রচারে ঘাটতি রয়েছে। বেসরকারি খাতের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ কাজে লাগিয়ে গবেষণায় বিনিয়োগের আহ্বান জানান তিনি।

ডিসিসিআই’র সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, এসএমই খাত জ্বালানি সংকটে চরম ক্ষতিগ্রস্ত। তিনি নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির আমদানিতে শুল্ক ছাড়ের আহ্বান জানান এবং জানান, বর্তমানে প্রায় ২৫০টি তৈরি পোশাক কারখানায় সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।

অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম বলেন, সরকার প্রতি কিউবিক এলএনজিতে ৬৫-৭০ টাকা ব্যয় করলেও বিক্রি করছে ৩০ টাকায়। জনগণের সচেতনতায় ৫-১৫% জ্বালানি সাশ্রয় সম্ভব বলেও জানান তিনি।

বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মো. জাহিদুল ইসলাম জানান, ২০৫০ সাল নাগাদ শিল্পখাতে জ্বালানির ব্যবহার ৪০% ছাড়িয়ে যাবে। সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে কম খরচে সেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি মত দেন।

পেট্রোবাংলার মহাব্যবস্থাপক মো. ইমাম উদ্দিন শেখ জানান, প্রতিদিন গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ হচ্ছে মাত্র ২৯০০ মিলিয়ন ঘনফুট। শিল্পাঞ্চলভিত্তিক কারখানা স্থাপনে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বাপেক্সের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন জানান, ২০৩০ সালের মধ্যে ১০০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভিন্ন শিল্প সংগঠনের প্রতিনিধিরা বলেন, এলএনজি আমদানিতে বেসরকারি খাতের সম্পৃক্ততা বাড়ানো এবং এলএনজি নির্ভরতা হ্রাসের মাধ্যমে জ্বালানি বহুমুখীকরণ নিশ্চিত করতে হবে। একইসাথে সবুজ অর্থায়নের বিস্তার এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেন তারা।

বিজিএমইএ’র ইনামুল হক খান জানান, গাজীপুরে প্রতিদিন ৬-৮ ঘণ্টা লোডশেডিংয়ের কারণে শিল্পে বিপুল ক্ষতি হচ্ছে। ১০% নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার হলে ২২০ মেগাওয়াট সাশ্রয় সম্ভব হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সানেম একটি প্রেজেন্টেশন উপস্থাপন করে যেখানে জ্বালানি দক্ষতার বাস্তবচিত্র, প্রযুক্তিগত প্রতিবন্ধকতা এবং সরবরাহ অনিয়মের কারণে দক্ষতা হ্রাসের চিত্র তুলে ধরা হয়।

ফোকাস গ্রুপ আলোচনায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষজ্ঞ, শিল্প উদ্যোক্তা ও গবেষকরা অংশগ্রহণ করেন। আলোচনায় শিল্পে প্রযুক্তি হস্তান্তর, সবুজ অর্থায়ন, রিনিউয়েবল এনার্জির প্রসার এবং সাশ্রয়ী উৎপাদন নিশ্চিতকরণে সমন্বিত নীতি গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি মো. সালিম সোলায়মানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

খেলাপি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৫ লাখ কোটি টাকা ছাড়ালো

ব্যাংক খাতে খেলাপি ঋণ আশঙ্কাজনকভাবে বেড়ে প্রথমবারের মতো ৫ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। বাংলাদেশ

ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প (Cottage, Micro

পুঁজিবাজারে বেড়েছে বৃহৎ বিনিয়োগকারীর সংখ্যা

গত এক বছরে পুঁজিবাজারে বৃহৎ বিনিয়োগকারীর (৫০ কোটি থেকে ৫০০ কোটি টাকা এবং তদূর্ধ্ব পোর্টফোলিও

পুঁজিবাজার সংশ্লিষ্টদের সজাগ থাকা এবং সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান

পুঁজিবাজার সংশ্লিষ্টদের সজাগ থাকা এবং সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা নিয়ে মোদির ‘লজ্জাজনক নীরবতার’ সমালোচনা সোনিয়া গান্ধীর

কুমিল্লার বুড়িচংয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার:স্বামী পলাতক

খেলাপি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৫ লাখ কোটি টাকা ছাড়ালো

গজারিয়ায় জিপিএ - ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এই সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের

প্রত্যেক শিশুর জন্য মাথাপিছু ৬০ হাজারের বেশি টাকা প্রদানের ঘোষণা চীনের

ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

বিচারের পাশাপাশি রাষ্ট্রকে ঢেলে সাজাতে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা ফেমিনিনার ফাইনালে কলম্বিয়া

পুঁজিবাজারে বেড়েছে বৃহৎ বিনিয়োগকারীর সংখ্যা

বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব: আলী রীয়াজ

পুঁজিবাজার সংশ্লিষ্টদের সজাগ থাকা এবং সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান

জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

বাংলাদেশ বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প চলছে মাইলস্টোন স্কুলে

মানুষের নিরাপত্তা ছাড়া সংস্কার কোনো কাজে আসবে না: ফখরুল

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

ইউপিডিএফ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, একে-৪৭’সহ অস্ত্র উদ্ধার

পুঁজিবাজারে আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা ৪৫ শতাংশ বেড়েছে

‘পিআর পদ্ধতি বোঝেন না, তাহলে রাজনীতি করতে আসছেন কেন’

এইচএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় হতাশা, বিষপানে আত্মহত্যা