ই-পেপার বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, ঝুলেই থাকলো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি

নিজস্ব প্রতিবেদক:
২৭ নভেম্বর ২০২৪, ১৫:২৭

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতি থাকবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে তুলনামূলক বড় বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে জোরালো অবস্থান নেন। আবার নতুন প্রতিষ্ঠিত এবং তুলনামূলক কম শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতি রাখার পক্ষে মতামত দেন। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই এ বৈঠক শেষ হয়েছে।

মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়া তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলেছে আমার বার্তা। তারা এসব তথ্য জানিয়েছেন। একই তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তাও।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযাগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী মর্যাদায় মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

তিনি আরও জানান, বৈঠকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির বিষয়ে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের মতামত গ্রহণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের (অংশীজন) সঙ্গে আলোচনা করে একটি সর্বজনগ্রাহ্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

গুচ্ছে থাকতে চায় না এমন একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সব উপাচার্য নিজ বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরেছেন। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায়। তুলনামূলক নবীন ও কম শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ রাখার পক্ষে মত দিয়েছেন। একেবারে সংখ্যাগরিষ্ঠ কোনো মতামত না আসায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

উত্তরাঞ্চলের আরেকটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাম প্রকাশ না করে বলেন, ‘যাদের এখনো ভর্তি পরীক্ষা নেওয়ার সক্ষমতা নেই, তারা গুচ্ছ পদ্ধতি রাখার পক্ষে। বিষয়টি নিয়ে বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল স্যার শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। ইউজিসির সঙ্গেও আলোচনা করবেন। পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধিদের মতামতও নেওয়া হবে। সবাই যেভাবে চান, শেষ পর্যন্ত সেটা হতে পারে।’

তিনি বলেন, ‘যদি এবারও শেষ পর্যন্ত গুচ্ছ থেকে যায়, তাতে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমবে। কারণ যারা এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, তাদের আর গুচ্ছে ফেরার সুযোগ নেই। অনেকে হয়তো মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলেও এবার গুচ্ছে থাকবে না। অর্থাৎ, কিছু বিশ্ববিদ্যালয় শেষ পর্যন্ত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে পারে।’

বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, উপাচার্যরা বিভক্ত। ফলে সিদ্ধান্ত হয়নি। বিষয়টি প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের কাছেও যেতে পারে। তাছাড়া ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মতামতও নেওয়া হতে পারে।

আমার বার্তা/এমই

রাস্তায় নয়, ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো: শিক্ষা উপদেষ্টা

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সড়ক অবরোধ করে আন্দোলন নয়, তোমাদের ন্যায্য দাবি

স্কুলে ভর্তি: সরকারিতে দ্বিগুণ, বেসরকারিতে ৮০ ভাগ আসন ফাঁকা

গত ১২ নভেম্বর থেকে অনলাইনে চলছে সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন। প্রতি

দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এমন যে পড়াশোনা শেষে চাকরি করা ছাড়া আর কিছুই ভাবতে দেয় না বলে

জানুয়ারি থেকে স্কুল-কলেজের সব শিক্ষকের এমপিও ইএফটিতে

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ বা এমপিও আগামী জানুয়ারি মাস থেকে ইলেক্ট্রনিক ফান্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭

ভারতের পররাষ্ট্র দপ্তরের কঠোর সমালোচনা করলেন রিজভী

চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি অনধিকার চর্চা: তথ্য উপদেষ্টা

রাঙ্গামাটি ও ঠাকুরগাঁওয়ে নতুন ডিসি

সোনামসজিদ বন্দর দিয়ে এলো দেড় হাজার টন পেঁয়াজ

দ্বি-কক্ষ সংসদের সিদ্ধান্ত নেওয়া হবে অংশীজনের মতামতের ভিত্তিতে

তিন মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে দ্বিগুণ

ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মার্কিন দূতাবাস থেকে বাসায় খালেদা জিয়া

নির্বাচনের পর পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের কেউ খোঁজ নেয় না

ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে

আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

যারা হিন্দু-মুসলিম বিভাজনকারীরা ইতিহাস থেকে হারিয়ে যাবে

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৩০০ টন পেঁয়াজ

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ, ঝুলেই থাকলো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি

খামারি থেকে সরাসরি বাজারে ডিম আনার ব্যবস্থা করবে সরকার

শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি: শ্রম উপদেষ্টা

আইনজীবী হত্যার নিউজে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স: সিএমপি