দেশের নন্দিত চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ ডা. অ্যামি তৃষিতা সরেন গণমাধ্যমকে বলেন, তার অবস্থা আশঙ্কাজনক। এ মুহূর্তে কোনো মন্তব্য করা যাচ্ছে না।
মুস্তাফা মনোয়ারের পারিবারিক সূত্রে জানা গেছে, ফুসফুস ও রক্তে সংক্রমণজনিত সেপটিক শকে ভুগছেন তিনি। এ ছাড়া নিউমোনিয়া, ডায়াবেটিস, পারকিনসন, উচ্চ রক্তচাপজনিত সমস্যাও আছে। ভারতেও চিকিৎসা করানো হয়েছে তার, তবে আশানুরূপ উন্নতি হয়নি। ৪ সেপ্টেম্বর পুনরায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
প্রসঙ্গত, মুস্তাফা মনোয়ার প্রয়াত কবি গোলাম মোস্তফার ছেলে। সব্যসাচী এ শিল্পী একাধারে একজন চারুশিল্পী, নাট্যনির্দেশক ও শিল্প গবেষক। শিল্পকলায় অবদানের জন্য ২০০৪ সালে তিনি একুশে পদক পান।
আমার বার্তা/জেএইচ