পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ সালে তৈরি হয়েছিল '৪২০'। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে '৪২০'-এর ডাবলআপ '৮৪০', যা গত বৃহস্পতিবার ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি রিলস পোস্ট করেছেন ঢালিউড নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সেখানে দেখা গেছে, রাজধানী ঢাকার একটি রাজপথের দৃশ্য। আর জানিয়েছেন, শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় সিরিজটি।
৮৪০ ঘোষণা আসতে না আসতেই প্রকাশ্যে এলো ট্রেলার। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’–এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেছেন। এ গুণী নির্মাতার অন্যতম কাজ ছিল জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’। নাটকটিতে ফারুকী দেশের রাজনীতিক চিত্র তুলে ধরেছিলেন। সেই রেশ ধরে প্রায় দুই দশক পর নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’। যার পূর্ণ নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।
এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই '৪২০'। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সেই রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে। যেটার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে।
তিনি বলেন, খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেব না আমি আগেই জানতাম। এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে, তা না হলে এটা কোন সাহসে বানালাম?
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রেলার পোস্ট করে নির্মাতা লিখেছেন, গত শীতে আমরা যখন এটা শুটিং করছিলাম, তখনো জানি না, আদৌ এটা দেখানো যাবে কিনা। আর আজকে ‘৮৪০’–এর ট্রেলার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবেগে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। অনুগ্রহ করে ট্রেলার দেখুন।
যদিও নতুন এই কাজটি নিয়ে আগেই পূর্ভাবাস দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এবার তিনি জানালেন, খুব শিগগির ‘৮৪০’ মুক্তি পেতে যাচ্ছে। তবে এটা সিনেমা, টিভি ধারাবাহিক, নাকি ওয়েব কনটেন্ট সে বিষয়ে কিছু বলেননি নির্মাতা। এ বিষয়ে খুব শিগগির জানা যাবে।
৩ মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ট্রেলারটি প্রচারের পর প্রশংসা পায় ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে। তারকাবহুল এই কনটেন্টের ট্রেলারে দেখা মিলেছে মারজুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, জয়সহ বিভিন্ন পরিচিত মুখ।
আমার বার্তা/জেএইচ