কয়েক বছর আগেও ঈদের নাটকে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো, মম, মেহজাবীনদের ব্যস্ততা ছিল। এখনও তারা সমান জনপ্রিয়, তবে নাটকে কম কাজ করছেন। বড় বাজেটের ও ভিন্ন রকম গল্পেই কেবল তাদের পাওয়া যায়। জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা কাজ কমিয়ে দেওয়ায় সেই জায়গা নিয়েছেন নতুন প্রজন্মের তারকারা। এর মধ্যে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, জোভান, তানজিন তিশা, তটিনী, ইয়াশ রোহান, খায়রুল বাসার, নাজনিন নিহা, সামিরা মাহি, তানিয়া বৃষ্টি, আইশা খানসহ অনেকে কাজ করছেন। সে হিসেবে বলা চলে, এবারের ঈদে তরুণ তারকাদের দাপট থাকবে বেশি।
টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের জন্য নাটক বানায় বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে ঈদ উৎসবে থাকত শতাধিক নাটক। ইউটিউবেও কয়েক শ নাটক প্রচারিত হতো। এবার সেই চিত্র পাল্টে গেছে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নাটক অর্ধেকের কম। সার্বিক পরিস্থিতির কারণে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান নাটক বানানো কমিয়ে দিয়েছেন। অভিনয়শিল্পীরা জানিয়েছেন, গত বছরেও তারা ১৫-২০টি নাটকে অভিনয় করেছেন, সেখানে তারা এবার ৮-১০টি নাটকে অভিনয় করেছেন।
তৌসিফ মাহবুব জানালেন, এবার ঈদে তার ৭-৮টি নাটক প্রচারিত হবে। তৌসিফ ছাড়াও এই প্রজন্মের আরও বেশকিছু অভিনয়শিল্পী জানিয়েছেন, রোমান্টিক গল্পের নাটকে তারা বেশি অভিনয় করেছেন। পাশাপাশি পারিবারিক, অ্যাকশন নাটক আছে। ভিন্ন ঘরানার কিছু কাজও আছে। তৌসিফ বললেন, ‘রোমান্টিকের বাইরে এবার অ্যাকশন গল্পের প্রস্তাবও এসেছে। তবে রোমান্টিক ও বিনোদনধর্মী নাটকে বেশি মনোযোগী হয়েছি।’
ঈদে তৌসিফ যে কয়টা নাটকে অভিনয় করেছেন, এর মধ্যে ‘মন দিওয়ানা’য় পরিশ্রম বেশি হয়েছে বলে জানান। নিজের লেখা দুটি নাটক প্রেম ভাই ও প্রহর আসবে এই ঈদে। নাটক দুটি কেমন হয়েছে, দেখতে আগ্রহী তিনি।
‘মন দিওয়ানা’ নাটকে তৌসিফের সহশিল্পী তানজিম সাইয়ারা তটিনী। বছর তিনেক হয় বিনোদন অঙ্গনে কাজ করছেন তটিনী। টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে এবারের ঈদে তার অভিনীত নাটকের সংখ্যা ১৩-১৪। এরমধ্যে ভালোবাসা দিবসের জন্য তৈরি নাটকও আছে। পারিবারিক গল্পের নাটক তোমাদের গল্প ও প্রেমের নাটক প্রিয় প্রিয়সিনী নিয়ে বেশ রোমাঞ্চিত। তটিনী বললেন, ‘‘অনেক নাটক আসবে, তবে ঈদের সিনেমা দেখার জন্য মুখিয়ে আছি। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ দেখতে চাই। নাটকের মধ্যে মেহজাবীন আপুর ‘বেস্ট ফ্রেন্ড২.০’ দেখব।’’
ঈদে খায়রুল বাসারের ৯টি নাটক প্রচারিত হবে। এবার পারিবারিক ও রোমান্টিক গল্পের নাটকে কাজ বেশি করেছেন তিনি। বললেন, ‘নানা পটভূমির গল্পই এসেছে, তবে যথাযথ সংলাপের অভাব, গল্পে অসামঞ্জস্য ও বক্তব্যের অস্পষ্টতার কারণে করা হয়নি। আমাদের সামাজিক বাস্তবতা, সীমাবদ্ধতা, অসংগতি প্রকাশ করে, এমন কাজের প্রতি আমার আগ্রহ। তবে এমন গল্প খুব একটা পাওয়া যায়নি। পারিবারিক ও রোমান্টিক কাজের বাইরেও দুটি গল্প আসবে, যেখানে ব্যতিক্রমী চরিত্র পেয়েছি।’
নিজের অভিনীত নাটকের বাইরে ঈদে মুক্তি পাওয়া সব কটি সিনেমা দেখার ইচ্ছা আছে বলে জানালেন খায়রুল বাসার। তিনি বললেন, ‘আমার কাজগুলো দেখি। আমার যতটুকু সুযোগ আসে, সে অনুযায়ী যৌক্তিকভাবে পারফর্ম করার চেষ্টা থাকে। আমি পারলাম কি না, বিচার করতে নিজের সব কাজই দেখি। তবে মুখিয়ে আছি নতুন নির্মাতা ও নতুন সহশিল্পীদের সঙ্গে করা কাজগুলো নিয়ে।’
টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে সামিরা খান মাহির ৭-৮টি নাটক প্রচারিত হতে পারে। এ–ও জানিয়ে রাখলেন, ভালোবাসা দিবসের জন্য তৈরি কয়েকটি নাটক ঈদে প্রচারিত হতে পারে। মাহি বললেন, ‘এবার যে কয়টা নাটক আসবে, সব কটিই ভিন্ন ভিন্ন ধাঁচের গল্প। পারিবারিক গল্প যেমন আছে, তেমনি রোমান্টিক গল্প আছে, অফট্র্যাকের গল্পও আছে।’ নাটক দেখার ক্ষেত্রে মাহি দেখেন, পরিচালক কে? এবার ঈদেও তা–ই ভেবে রেখেছেন। জানালেন, ভিকি জাহেদ, মিজানুর রহমান আরিয়ান, রাফাত মজুমদারসহ পছন্দের কয়েকজন পরিচালক আছেন, তাদের কাজগুলো ঈদের ছুটিতে দেখবেন। নিজের অভিনীত কাজগুলোও দেখবেন।’
এ প্রজন্মের আরেক জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল জানালেন, বরাবরই বাস্তবধর্মী গল্পে অভিনয় করতে তার ভালো লাগে। এবারের ঈদেও এর ব্যতিক্রম হয়নি। এই ঈদে তার অভিনীত ৫-৬টি নাটক প্রচারিত হবে। তিনি বললেন, ‘সমসাময়িক নানা বিষয় উঠে আসবে যে নাটকে, সেই ধরনের কাজ করতে পছন্দ করি। কারণ, নানা রকম চরিত্রে নিজেকে উপস্থাপন করতে ভালো লাগে। রোমান্টিক কাজের প্রস্তাব এবার বেশি এসেছে।’ কথা প্রসঙ্গে কেয়া পায়েল জানালেন, নিজের কাজের বাইরে অনেকের ভালো ভালো কাজ আসবে, সেসব তিনি দেখবেন। তবে নিজের অভিনীত কাজ আগেভাগে দেখবেন। ঈদের ছুটির সময়টায় এসব কাজই হবে তার সঙ্গী।’
আমার বার্তা/এমই