শোবিজ তারকাদের মধ্যে এক বৈচিত্র্যময় মানুষ আশনা হাবীব ভাবনা। বিভিন্ন দিক দিয়েই তিনি অন্য তারকাদের থেকে আলাদা। এই যেমন অভিনেত্রী ছাড়াও তার আরও দু'টি বড় পরিচয় রয়েছে, তিনি একজন লেখক ও চিত্র শিল্পী। লেখক পরিচয়টি অনেক তারকার মধ্যে থাকলেও ভাবনার লেখার ক্ষেত্রটা একটু ভিন্ন। যা অনেকের ই ভাবনায় থাকে না কিন্তু খুবই প্রাসঙ্গিক ভাবনা তা নিয়েই লিখেন।
জনজীবনে গৃহকর্মীর অত্যাধিক গুরুত্ব থাকা স্বত্বেও তাদের নিয়ে কাউকে খুব ভাবতে দেখা যায় না। ভাবনা তাদের নিয়েই পুরো একটা কাব্যগ্রন্থ রচনা করে ফেলেছে। আর ভাবনার কাকের সাথের বন্ধুত্বটা তো সবার ই জানা। তিনি কান উৎসবেও যোগ দিয়েছেন কাক নকশাকৃত জামা গায়ে। ভাবনা দেশের একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়া স্বত্বেও তার মধ্য দস্যিপনা ভাব খানা থেকেই যায়। তিনি প্রকৃতির সবকিছু খুব যত্ন করে উপভোগ করার চেষ্টা করেন। আজ বৈশাখের তৃতীয় দিন ঝুম ঝুম বৃষ্টি পড়ছে সারাদিন। আর এমন বৃষ্টিমুখর বৈশাখে প্রকৃতিপ্রেমী ভাবনা কি আর ঘরে আটকে থাকে। ঘর বৃষ্টির কাছে গিয়ে নিজেকে একদম উজাড় করে দেয়। আর এমন আনন্দঘন মুহুর্ত ক্যামেরায় ধারণ করে ভক্তদের সাথে শেয়ার করে নিজের ফেসবুক আইডি ও পেইজ থেকে।
ফেসবুক পেইজে আপলোড করা পোস্টের ক্যাপশনে তিনি লিখেন "ঝরুক বৃষ্টি আজ অঝোরে, ডুবে যাক মন শহর,দীর্ঘশ্বাসের ঢেউগুলো ডুবিয়ে দেবো বৃষ্টির জলে। ক্যাপশনে লাভ চিহ্ন দিয়ে তারপর হ্যাশট্যাগ দিয়ে বৃষ্টি, বৃষ্টিভেজা, সাদামাটা, বৈশাখীঝড় শব্দগুলো লিখেন। আর ফেসবুই আইডিতে আপলোড কৃত ছবির ক্যাপশনে লিখেন "আচ্ছা.…..জানতে চাচ্ছিলাম
তোমার শহরেও কী আজ অঝোর বর্ষা?"।
বৈশাখী জড়ের এই ভিডিও ও স্থির চিত্রে ভাবনার উৎফুল্লতা খুব গভীরভাবে ফুটে উঠে। বৃষ্টিভেজা ছবি ও ভিডিওতে ভাবনাকে দেখায় আরও সজীব, আরও নজরকাড়া।
আমার বার্তা/এমই