সিনেমার পর্দায় এখন তেমন সক্রিয় নন তিনি, কিন্তু ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি ঠিকই আলোচনায় থাকছেন নিজের জীবন ও উপস্থিতি দিয়ে। কখনও কোনও ইভেন্টে, কখনও আবার নিজের ভিন্নধর্মী স্টাইল স্টেটমেন্টে— নানা মাধ্যমে সামনে আসছেন এই তারকা।
সম্প্রতি মালয়েশিয়া সফরকালে তোলা কিছু ছবি শেয়ার করে আবারও নিজের ভক্তদের মুগ্ধ করলেন পরীমণি। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবিতে কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারের সামনে দেখা গেল তাকে। পরনে আকাশি-সাদা শাড়ি, মুখে প্রশান্তি আর ক্যামেরার দিকে তাকিয়ে ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় পোজ। এক ছবিতে মুখে হাত দিয়ে ভাবনায় ডুবে থাকা এক নারী, আরেক ছবিতে হাসিমুখে হাত দিয়ে এঁকেছেন ভালোবাসার চিহ্ন।
ছবির ক্যাপশনে পরীমণি লেখেন— ‘শুদ্ধ সাদা এক মেয়ের জীবন’। ক্যাপশনটির মতো ছবিগুলোও যেন তার জীবনের এক পরিশ্রুত, পরিণত অধ্যায়ের আভাস দেয়।
মাত্র কয়েক মিনিটেই সেই পোস্টে হাজারের বেশি লাইক ও মন্তব্য পড়ে। একজন ভক্ত লিখেছেন, ‘ফের সেই পুরনো রূপে ফিরছে পরীমণি।’ আরেকজন প্রশংসা করেছেন তার অনন্য সৌন্দর্য ও আত্মবিশ্বাসের।
পরীমণির এই সফর ছিল শুধুই বিনোদনের জন্য নয়— সঙ্গী ছিলেন তার একমাত্র পুত্র সন্তান, পদ্ম। বিভিন্ন মূহূর্তে মা-ছেলের ঘোরাঘুরির ছবি এবং ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন আগেই। বিমানবন্দর থেকে হোটেল, কিংবা মালয়েশিয়ার রাস্তায় শিশুর সঙ্গে খুনসুটি— সবই ধরা পড়েছে পরীর ক্যামেরায়।
দেশে ফিরে তিনি অংশ নিয়েছেন একটি রেস্টুরেন্ট উদ্বোধনেও। সেখানেও নজরকাড়া সাজে সবার দৃষ্টি কাড়েন এই নায়িকা।
মাতৃত্বের অভিজ্ঞতা ও জীবন সংগ্রামের পর ধীরে ধীরে যেন নিজেকে নতুনভাবে গড়ে তুলছেন পরীমণি। সিনেমার জগতে এখনো নতুন কোনো প্রকল্পের ঘোষণা না এলেও তার সাম্প্রতিক কর্মকাণ্ড ইঙ্গিত দেয়— তিনি প্রস্তুত হচ্ছেন ফিরে আসার জন্য। সময় হয়তো বলবে, পর্দায় আবার কতটা ঝলকান তিনি।
আমার বার্তা/জেএইচ