ঢালিউডের লাস্যময়ী নায়িকা নায়িকা মৌ খান। চলচ্চিত্রপাড়ায় বেশ জনপ্রিয় মুখ তিনি। অভিনয় নৈপূণ্য দিয়ে দর্শকের মনে অনেক আগেই জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে চলেছেন মৌ। অভিনয়ের পাশাপাশি এই নায়িকা নিজের ব্যবসা-অফিস নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সদ্যই তিনি যুক্ত হয়েছেন ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে। এ প্রসঙ্গে মৌ জানান, ১৯৭০ সাল থেকে ঐতিহ্যবাহী ব্র্যান্ড আল-হারামাইন পারফিউমস্ দেশে সুনামের সঙ্গে কাজ করছে। আনুষ্ঠানিকভাবে ফেজমো লিমিটেড (ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, ই-কমার্স প্ল্যাটফর্ম)-এর সঙ্গে আমি কর্পোরেট চুক্তি সম্পাদন করেছি। যোগ করে তিনি বলেন, ‘এটি হচ্ছে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, ই-কমার্স প্ল্যাটফর্ম। এখান থেকে যে কেউ তার পছন্দের পণ্য কেনা-বেচা করতে পারবে। এরই মধ্যে বেশ কিছু বিক্রেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রযুক্তির কল্যাণে এখন সবকিছু অনলাইন কেন্দ্রিক। সেই জায়গা থেকে বলব- এই প্ল্যাটফর্ম আস্থার একটি নাম। চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়া যাবে।’ এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, আল-হারামাইন পারফিউমস্, গ্রুপ সিফও অ্যান্ড কোম্পানি সেক্রেটারি পরিমল কুমার ধর, আল-হারামাইন পারফিউমস্ গ্রুপ অফ কোম্পানি’সহ প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা। ফেজমো লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চিত্রনায়িকা মৌ খান এবং লিগ্যাল অ্যাডভাইজার রেজা সিকদার। মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’, সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামের সিনেমাগুলো। ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌ। এরপর বেশ কিছু সিনেমাতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি।