দীর্ঘদিনের প্রেমিক সংগীত পরিচালক বেনি ব্লাঙ্কোর সঙ্গে পরিণয়ের বন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ। ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের খবর নিজেই নিশ্চিত করেন এই জনপ্রিয় গায়িকা। শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখলেন তারা।
সেলেনা ইনস্টাগ্রামে একাধিক ছবিতে নতুন জীবনের মুহূর্তগুলো ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সাদা রঙের রাল্ফ লরেনের কাস্টম-মেড গাউন পরা সেলেনাকে দেখে মুগ্ধ ভক্তরা। তাঁর পোশাকে ছিল সূক্ষ্ম ফুলের কারুকাজ, যা তার উপস্থিতিকে করে তোলে আরও দৃষ্টিনন্দন। বেনি ব্লাঙ্কোও ছিলেন দারুণ ছিমছাম, কালো টাক্সিডো আর বো-টাই পরে।
ছবিগুলোতে দেখা যায় আলিঙ্গন, চুম্বন আর চোখে-মুখে পরিপূর্ণ ভালোবাসা। ইনস্টাগ্রামে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই বেনি মন্তব্য করেন, “আমার সত্যিকারের স্ত্রী।” মাত্র কয়েক ঘণ্টায় এই পোস্টে ৭ মিলিয়নের বেশি লাইক পড়ে, যা প্রমাণ করে সেলেনা এখনও কোটি ভক্তের হৃদয়ের রানী।
২০১৯ সালে একসঙ্গে একটি গানে কাজ করতে গিয়েই সেলেনা ও বেনির প্রথম পরিচয়। এরপর সময়ের পরিক্রমায় গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। যদিও প্রেমের বিষয়টি তারা প্রকাশ্যে আনেন ২০২৩ সালের ডিসেম্বরে। তার আগে দীর্ঘদিন গোপনে প্রেম করেছেন এই জুটি।
ভক্তরা আগে থেকেই জানতেন, সেলেনার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। জাস্টিন বিবারের সঙ্গে তার সম্পর্ক, সেই ভাঙন এবং তার পরবর্তী মানসিক সংগ্রাম সবই ভক্তদের জানা। তবে এবার বেনির সঙ্গে তার সম্পর্ক যেন সেলেনাকে অনেক পরিপক্ব, শান্ত ও সুখী করে তুলেছে।
এই নতুন যাত্রায় সেলেনা ও বেনির জন্য অনুরাগীরা শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া। অনেক সহকর্মী, বন্ধু, এমনকি ভক্তরাও জানিয়েছেন, তারা কতটা আনন্দিত এই খবরে।
এই বিয়ে শুধু একটি সেলিব্রিটি নিউজ নয়, বরং এটি একটি গল্প ভালোবাসা, ধৈর্য ও সময়ের। যেখানে সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠেছে, পরিণত হয়েছে এবং শেষ পর্যন্ত গাঁটছড়া বেঁধেছে।