বাংলা চলচ্চিত্রের গ্ল্যামার কুইন পরী মনির রূপ-লাবণ্য ও সৌন্দর্যে মুগ্ধ দর্শকরা তাকে ডানাকাটা পরী বলতেন। তবে এবার সেই পরীর ডানার খোঁজ মিলেছে। তার সন্তানরাই তার ডানা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ওয়েব ফিল্ম অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরী মনি বলেন, দু’টো বাচ্চাই আমার ডানা। ওদের কোনো ভালো কাজ হলে আমি উড়তে থাকি। ওরাই আমার জীবনের সব খুশি। আমার তো আর চাওয়ার কিছু নেই।
তিনি আরও যোগ করেন, আমার নিজেকে সব সময় পরী মনে হয়, আমি উড়তে থাকি।
ওয়েব ফিল্ম ‘বুকিং’-এর জন্য এবার এই পুরস্কার অর্জন করেন পরী মনি। কাজটি নিয়ে তিনি বলেন, বুকিং-এ কাজ করা সময়টা আমার জন্য বিশেষ ছিল। তখন আমি পেগনেন্সির জার্নি শেষ করে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াই। ভেবেছিলাম, ক্যামেরার সামনে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করব এবং বাবুকে (ছেলেকে) নিয়ে শুটিং ঠিকভাবে সামলাতে পারব কি না—সেটাই ছিল আমার জন্য এক ধরনের ট্রায়াল। কাজটা ছিল অনেক ছোট পরিসরে, কিন্তু মানুষ যেভাবে ভালোবেসেছে, মনে হয়েছে এটা যেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সবাই এত সুন্দরভাবে গ্রহণ করেছে—সত্যিই আমি লাকি।
অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরী মনি বলেন, আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই অনেক বেশি স্পেশাল। কারণ ভালো কাজের স্বীকৃতি থাকলে কাজের অনুপ্রেরণাও বেড়ে যায়।
নতুন কাজ নিয়ে প্রশ্নে পরী মনি হেসে বলেন, দেখেই তো বুঝতে পারছেন আমি রেডি হচ্ছি কাজের জন্য। আপনারা যেভাবে গ্রহণ করবেন, আমি সব ভাবেই গর্ববোধ করবো।
আমার বার্তা/এমই