
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার (২১ নভেম্বর)।
যার কেন্দ্রস্থল ছিল নরসিংদী। ভয়াবহ অভিজ্ঞতায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপদেষ্টা ফারুকী ভূমিকম্প প্রসঙ্গে নিজের অনুভূতি জানান। লেখেন,
এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি! হয়তো এটাই শেষ দিন হতে পারতো। সবকিছু কতটা ভঙ্গুর, তা মনে করিয়ে দেয়!
উপদেষ্টা ফারুকীর মতো ভূমি বিশেষজ্ঞরাও বলছেন একই কথা। দেশের ভেতরে এত শক্তিশালী ভূমিকম্প এর আগে দেখা যায়নি। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, বাংলাদেশের অভ্যন্তরে স্মরণকালের সবচেয়ে বড় কম্পন এটি। মাটির ওপর কম্পনের তীব্রতা ছিল অত্যন্ত বেশি।
ভূতত্ত্ববিদরা বলছেন, গত ১২৫ বছরে বাংলাদেশে কোনো শক্তিশালী ভূমিকম্প হয়নি। আজকের ৫.৭ মাত্রার ভূমিকম্পনটির উৎপত্তিস্থল দেশে হওয়ায় বিশেষজ্ঞরা একে‘শ্যালো’ কম্পন বলছেন, যার মানে বড় ভূমিকম্প হওয়ার আগে একটি স্ট্রেস রিলিজ।
প্রসঙ্গত, ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশে হওয়ায় সারাদেশেই জনমনে আতঙ্ক বিরাজ করছে। এদিকে সকালের ভূমিকম্প প্রসঙ্গে আবহাওয়া অধিদফতর বলছে, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হওয়া এ ভূমিকম্পের রিখটার স্কেলের মাত্রা ছিল ৫.৭। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ৫।
আমার বার্তা/এল/এমই

