
প্রথমবার সিনেমায় জুটি গড়ছেন ঢালিউডের দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে নির্মিত নতুন সিনেমায় এ জুটিকে দেখা যাবে।
সিনেমাটি পরিচালনা করবেন লিসা গাজী। আজ, সোমবার (১৯ জানুয়ারি) নির্মাতা সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
নির্মাতা জানান, রবীন্দ্রনাথের গল্পকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হলেও এটি হুবহু পুনর্নির্মাণ নয়। নতুন সময়, সমসাময়িক ভাষা ও প্রেক্ষাপটের আলোকে গল্পটিকে পুনর্নির্মাণের চেষ্টা করা হবে। তাই সিনেপ্রেমীরা পর্দায় দেখবেন পুরনো গল্পের নতুন রূপ।
সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট ও মূল্যবোধের প্রশ্নকে জাগ্রত করাই এ সিনেমার মূল লক্ষ্য। নীরবতাই আত্মসম্মান, বিশ্বাসভঙ্গ ও অবিচারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ- তা সিনেমায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান প্রযোজিত সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, ঢালিউডে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ গল্প অবলম্বনে ২০০৪ সালে সিনেমা নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। দীর্ঘ ২২ বছর আগের সে সিনেমায় জুটি গড়েছিলেন ঢালিউডের আলোচিত জুটি রিয়াজ-পূর্ণিমা।
আমার বার্তা/এল/এমই

