ই-পেপার শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

গুলিবিদ্ধ স্লোভাক প্রধানমন্ত্রীর জ্ঞান ফিরেছে

অনলাইন ডেস্ক:
১৬ মে ২০২৪, ১১:৩৭

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিৎসোকে হত্যার চেষ্টা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর ফিৎসো মাটিতে পড়ে যান। তার দেহরক্ষীরা তাকে তুলে গাড়িতে করে নিয়ে যায়। তবে তার বিপদ এখনো কাটেনি। তাকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। ফিৎসোর অফিস জানিয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

সরকার জানিয়েছে, ‘হ্যান্ডলোভাতে সরকারি বৈঠকের পর স্লোভাক রিপাবলিকের প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসোকে হত্যার চেষ্টা করা হয়।’

স্থানীয় ব্রডকাস্টার টিএ৩ জানিয়েছে, পাঁচটি গুলি ছোড়া হয়েছিল, তার মধ্যে একটি ফিৎসোর পেটে লেগেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ফিকোর দেহরক্ষীরা তাকে গাড়ির ভিতর ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন এবং পুলিশ হামলাকারীকে চিহ্নিত করছে।

বার্তাসংস্থা এএফপি-কে হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন, ‘ফিৎসোকে ভাসকুলার সার্জারি ক্লিনিকে চিকিৎসা করা হচ্ছে।’

উপ-প্রধানমন্ত্রী টমাস টারাবা বিবিসি-কে বলেছেন, ‘ফিকোর অস্ত্রোপচার ভালো হয়েছে।’ তিনি জানিয়েছেন, ‘আমি ভয়ংকর কষ্টের মধ্যে আছি। সৌভাগ্যক্রমে অপারেশন ভালো হয়েছে। আমার মনে হয়, তিনি বেঁচে যাবেন। এই মুহূর্তে তার জীবনের ঝুঁকি নেই বলেই মনে হয়।’ স্লোভাক মিডিয়া জানিয়েছে, অপারেশনের পর ফিৎসো জ্ঞান ফিরে পেয়েছেন।

বুধবার সন্ধ্যায় স্লোভাক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক সাংবাদিকদের বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী জীবনের জন্য যুদ্ধ করছেন। তার অবস্থা সংকটজনক।’ ব্রাতিস্লাভা থেকে ১৫০ কিলোমিটার দূরের ছোট শহর হ্যান্ডলোভাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় হাউস অফ কালচারে ফিৎসো তার সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘আমি তার সঙ্গে হাত মেলাতে যাচ্ছিলাম। এমন সময় পাঁচবার গুলির আওয়াজ শুনি। দেখি ফিৎসো পড়ে গেছেন। ভয়ংকর ঘটনা।’

আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘হামলাকারী গোড়া থেকেই ওখানে দাঁড়িয়েছিল। সে অপেক্ষা করছিল।’

অভিযুক্ত স্লোভাক সোসাইটি অফ রাইটারসের সদস্য এবং তার তিনটি কবিতার বই আছে।

পার্লামেন্টের ডেপুটি স্পিকার জানিয়েছেন, ‘পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেছে।’

বুধবার সন্ধ্যায় সবচেয়ে বড় বিরোধী দলের সরকারবিরোধী বিক্ষোভ ছিল। কিন্তু তারা তা বাতিল করে দেয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন,”সভ্য সমাজে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা গণতন্ত্রের উপর আঘাত।’

জার্মানির চ্যান্সেলর শলৎস বলেছেন, ‘ইউরোপীয় রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই।” হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ”আমি শোকাহত। এটা একটা জঘন্য আক্রমণ।”

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফিৎসোকে তাদের শুভকামনা জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই ঘটনার নিন্দা করে বলেছেন, ‘মার্কিন দূতাবাস স্লোভাক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যে কোনো সাহায্য করতে প্রস্তুত।’

ফিৎসোই সবচেয়ে বেশিদিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদে আছেন। ২০২৩ সালের অক্টোবরে তিনি প্রধানমন্ত্রী হন। তার দল ডাইরেকশন- সোস্যাল ডেমোক্রেসি ২৩ শতাংশ ভোট পেয়েছিল। তিনি তারপর ভয়েস-সোস্যাল ডেমোক্রেসি এবং রাশিয়াপন্থি স্লোভাক ন্যাশনাল পার্টির সঙ্গে জোট করেন।

গত তিন দশক ধরে ফিৎসো ইউরোপের মূল ধারার রাজনীতি ও জাতীয়তাবাদী অবস্থানের মধ্যে ঘোরাফেরা করেছেন। স্লোভাকিয়া যখন ইউরোকে গ্রহণ করছে, তখন তিনি তাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে স্বাগত জানান। আবার সম্প্রতি নির্বাচনী প্রচারে তিনি অতি-বাম ও অতি-দক্ষিণপন্থিদের সমর্থন পাওয়ার জন্য ইউক্রেন, ইইউ, ন্যাটোর বিরোধিতা করেছেন।

গুলিবিদ্ধ স্লোভাক প্রধানমন্ত্রীর জ্ঞান ফিরেছে

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিৎসোকে হত্যার চেষ্টা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর ফিৎসো মাটিতে পড়ে যান। তার দেহরক্ষীরা তাকে তুলে গাড়িতে করে নিয়ে যায়। তবে তার বিপদ এখনো কাটেনি। তাকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। ফিৎসোর অফিস জানিয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

সরকার জানিয়েছে, ‘হ্যান্ডলোভাতে সরকারি বৈঠকের পর স্লোভাক রিপাবলিকের প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসোকে হত্যার চেষ্টা করা হয়।’

স্থানীয় ব্রডকাস্টার টিএ৩ জানিয়েছে, পাঁচটি গুলি ছোড়া হয়েছিল, তার মধ্যে একটি ফিৎসোর পেটে লেগেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, ফিকোর দেহরক্ষীরা তাকে গাড়ির ভিতর ঢুকিয়ে নিয়ে যাচ্ছেন এবং পুলিশ হামলাকারীকে চিহ্নিত করছে।

বার্তাসংস্থা এএফপি-কে হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন, ‘ফিৎসোকে ভাসকুলার সার্জারি ক্লিনিকে চিকিৎসা করা হচ্ছে।’

উপ-প্রধানমন্ত্রী টমাস টারাবা বিবিসি-কে বলেছেন, ‘ফিকোর অস্ত্রোপচার ভালো হয়েছে।’ তিনি জানিয়েছেন, ‘আমি ভয়ংকর কষ্টের মধ্যে আছি। সৌভাগ্যক্রমে অপারেশন ভালো হয়েছে। আমার মনে হয়, তিনি বেঁচে যাবেন। এই মুহূর্তে তার জীবনের ঝুঁকি নেই বলেই মনে হয়।’ স্লোভাক মিডিয়া জানিয়েছে, অপারেশনের পর ফিৎসো জ্ঞান ফিরে পেয়েছেন।

বুধবার সন্ধ্যায় স্লোভাক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক সাংবাদিকদের বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী জীবনের জন্য যুদ্ধ করছেন। তার অবস্থা সংকটজনক।’ ব্রাতিস্লাভা থেকে ১৫০ কিলোমিটার দূরের ছোট শহর হ্যান্ডলোভাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় হাউস অফ কালচারে ফিৎসো তার সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘আমি তার সঙ্গে হাত মেলাতে যাচ্ছিলাম। এমন সময় পাঁচবার গুলির আওয়াজ শুনি। দেখি ফিৎসো পড়ে গেছেন। ভয়ংকর ঘটনা।’

আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘হামলাকারী গোড়া থেকেই ওখানে দাঁড়িয়েছিল। সে অপেক্ষা করছিল।’

অভিযুক্ত স্লোভাক সোসাইটি অফ রাইটারসের সদস্য এবং তার তিনটি কবিতার বই আছে।

পার্লামেন্টের ডেপুটি স্পিকার জানিয়েছেন, ‘পার্লামেন্টের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেছে।’

বুধবার সন্ধ্যায় সবচেয়ে বড় বিরোধী দলের সরকারবিরোধী বিক্ষোভ ছিল। কিন্তু তারা তা বাতিল করে দেয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন,”সভ্য সমাজে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা গণতন্ত্রের উপর আঘাত।’

জার্মানির চ্যান্সেলর শলৎস বলেছেন, ‘ইউরোপীয় রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই।” হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ”আমি শোকাহত। এটা একটা জঘন্য আক্রমণ।”

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফিৎসোকে তাদের শুভকামনা জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই ঘটনার নিন্দা করে বলেছেন, ‘মার্কিন দূতাবাস স্লোভাক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যে কোনো সাহায্য করতে প্রস্তুত।’

ফিৎসোই সবচেয়ে বেশিদিন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদে আছেন। ২০২৩ সালের অক্টোবরে তিনি প্রধানমন্ত্রী হন। তার দল ডাইরেকশন- সোস্যাল ডেমোক্রেসি ২৩ শতাংশ ভোট পেয়েছিল। তিনি তারপর ভয়েস-সোস্যাল ডেমোক্রেসি এবং রাশিয়াপন্থি স্লোভাক ন্যাশনাল পার্টির সঙ্গে জোট করেন।

গত তিন দশক ধরে ফিৎসো ইউরোপের মূল ধারার রাজনীতি ও জাতীয়তাবাদী অবস্থানের মধ্যে ঘোরাফেরা করেছেন। স্লোভাকিয়া যখন ইউরোকে গ্রহণ করছে, তখন তিনি তাকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে স্বাগত জানান। আবার সম্প্রতি নির্বাচনী প্রচারে তিনি অতি-বাম ও অতি-দক্ষিণপন্থিদের সমর্থন পাওয়ার জন্য ইউক্রেন, ইইউ, ন্যাটোর বিরোধিতা করেছেন।

আমার বার্তা/জেএইচ

ইসরায়েলি প্রকাশকদের বয়কট করতে ঐক্যবদ্ধ ১০০০ লেখক

নোবেল পুরস্কার বিজয়ী অ্যানি এরনাক্স, বুকার পুরস্কার বিজয়ী অরুন্ধতী রায়সহ বিশ্বের এক হাজারেরও বেশি লেখক

গাজায় জাতিগত নির্মূল ঠেকাতে বিশ্বকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে

আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় পদক্ষেপ না নিলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ‘জাতিগত নির্মূল’ অভিযান চালাতে পারে বলে

একদিনে বছরের সমান বৃষ্টি, স্পেনে বন্যায় মৃত্যু বেড়ে ৯৫

কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়েছে স্পেন। এতে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা

ফের উত্তপ্ত হচ্ছে জম্মু-কাশ্মীর, অভিযোগের আঙুল পাকিস্তানের দিকে

নতুন সরকার গঠনের পরপরই কথিত সন্ত্রাসী হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠলো ভারতের জম্মু ও কাশ্মীর।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব নিলেন জিয়াউল হক

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

রাজস্থলীতে হয়রানির প্রতিবাদে এক বিএনপি নেতার সংবাদ সন্মেলন

নাটোরে অনুমতি ছাড়াই ৫০টিরও বেশি গাছের ডালপালা কাটার অভিযোগ

বরগুনায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর মুখে কলেজ ছাত্রী

জুড়ীতে গৃহবধূকে সৎ ভাইয়ের অমানবিক নির্যাতন

জুড়ীতে মরহুম আসাদ উদ্দিন বটল স্মরণে আলোচনা সভা

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

সরাইলে অকেজো অবস্থায় পড়ে আছে ৩২ লাখ টাকার সেতু

গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনও শুরু করা যায়নি: মির্জা ফখরুল

সাত কলেজ দেখভালে ঢাবিতেই পুরোপুরি আলাদা ব্যবস্থা

প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি পদে দুইবারের বেশি না, কমিশনে প্রস্তাব

স্পিকারের প্রশাসনিক-আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

রাজনৈতিক প্রভাবের বাইরে দুর্নীতি দমন কমিশন গঠনের আহ্বান

রিজার্ভও বাড়ছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

১১৭তম প্রাইজবন্ডের ড্র, পুরস্কার পেল যেসব নম্বর

নারী ফুটবল দলের বেতন সমস্যা দ্রুত সময়ে সমাধানের আশ্বাস

অস্ট্রেলিয়ায় আটক ৯৭ বাংলাদেশিকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থপাচার অনুসন্ধানে সিআইডি

রোহিঙ্গাদের উত্তর আমেরিকায় পুনর্বাসনে কাজ করছে যুক্তরাষ্ট্র