ই-পেপার শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনও শুরু করা যায়নি: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
৩১ অক্টোবর ২০২৪, ১৯:৪৩
আপডেট  : ৩১ অক্টোবর ২০২৪, ২২:৪৭
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি সংগৃহীত

ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো ক্ষমা নেই। দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখন পর্যন্ত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজটা শুরু করতে পারিনি। প্রাথমিকভাবে যেটা হয়েছে, একটা অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তাঁরা দায়িত্ব নিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যাতে বিভিন্ন ডামাডোলে আওয়ামী গণহত্যা ভুলে না যায়। আর গণহত্যার দায়ে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো ক্ষমা হবে না।

রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান সময়টা খুব সতর্কতার সঙ্গে অতিক্রম করতে হবে। ধৈর্য ধরে আমাদের লক্ষ্য পৌঁছতে হবে।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একটাই দায়িত্ব জঞ্জাল দূর করে অর্থবহ একটা নির্বাচনের ব্যবস্থা করা। রাষ্ট্র সংস্কারের দফা আমরা ৩১ দফাতে দিয়েছি। জোর করে চাপিয়ে দেওয়া কোন সংস্কার টেকসই হয় না। জনগণের যদি কোন সমর্থন না থাকে তবে সে সংস্কার কোনভাবেই সাসটেইনেবল হয় না।

বিএনপি কোন বিপ্লবী রাজনৈতিক দল নয়, এটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি- উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী। ৪৭ এর পর থেকে অর্থাৎ পাকিস্তান আমল থেকে এদেশে কোনদিন গণতন্ত্রের চর্চা হয়নি বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আস্থার জায়গা থেকে বলতে পারি, ইউনূস সরকার সফল হবে। তিনি সমাদৃত। সচেতন হয়ে আপনারা (উপদেষ্টারা) কাজ করবেন। আমরা চিন্তিত তখনই হই, তখনি খটকা লাগে, যখন সরকারে থাকা উপদেষ্টারা কোন কথা বলেন। এমন কোন কথা বলবেন না, এমন কাজ করবেন না যেটি জনমনে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, ৪ বছর সরকারের মেয়াদের কথা। এ সব তার বলার কথা না, তারা তো কমিশন গঠন করেছেন, সেই কমিশন প্রস্তাব দিবে, জনগণ গ্রহণ করবে, তারপর না হয় সেটি ৪ বছর না ৫ বছর সিদ্ধান্ত হবে। এমন কাজ তো হাসিনাও করতেন, কোন কিছু তিনি ৪, ৫ বছর আগেই বলতেন। এমন কোন কথা কখনো আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাবে না। এমন কথা না বলার অনুরোধ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জনগণকে কেউ উপস্থাপন করতে পারে না। নির্বাচন দ্রুত হলেই রাষ্ট্র সংস্কার কাজ তাড়াতাড়ি করা যায়। ফাঁক থাকলেই স্বৈরাচারের দোসররা, যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের বিপ্লবের সব কিছুকে ধ্বংস করতে, বিপ্লবকে ব্যর্থ করতে। তারা সুযোগ পেয়ে যায় এবং পাচ্ছে।

বিদেশি সাংবাদিক, বিশেষ করে ভারতের সাংবাদিকরা আমাকে ফোন করে প্রশ্ন করে ড ইউনূস কি ফেল করছেন। মির্জা ফখরুল বলেন, তার দিকে তো গোটা দেশের মানুষ তাকিয়ে আছে, আস্থাশীল। আমরা তো দেখছি, তিনি অত্যন্ত সুন্দরভাবে দেশ চালাচ্ছেন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো সচেতন হওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল।

বাজারের অবস্থা খুব ভালো না বলে মন্তব্য করে তিনি বলেন, নিত্যপণ্যের দাম চড়া। এ বিষয়ে আমাদের সবাইকে কথা বলা দরকার। সব সিন্ডিকেট ভাঙতে হবে। সবাই মিলে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। দেশকে একবারে ফোকলা করেছে আওয়ামী লীগ সরকার।

এসময় তিনি জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জেএসডি সেই দল যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিবাদে প্রথম রুখে দাঁড়িয়েছিল। সেইদিন প্রকাশ্যে এই দলটি আওয়ামী লীগের বিরোধিতা করেছে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

আমার বার্তা/এমই

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে কয়েক

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলা যাবে না

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের (ইউএনএইচসিআর) অফিস খুলতে দেওয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান

দেশ অস্থিতিশীলের ছক থাকলে হালকাভাবে দেখার সুযোগ নেই

রাজধানীর কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই

চীন সফরে যাচ্ছেন রিজভীসহ বিএনপির ৪ নেতা

কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব নিলেন জিয়াউল হক

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

রাজস্থলীতে হয়রানির প্রতিবাদে এক বিএনপি নেতার সংবাদ সন্মেলন

নাটোরে অনুমতি ছাড়াই ৫০টিরও বেশি গাছের ডালপালা কাটার অভিযোগ

বরগুনায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যুর মুখে কলেজ ছাত্রী

জুড়ীতে গৃহবধূকে সৎ ভাইয়ের অমানবিক নির্যাতন

জুড়ীতে মরহুম আসাদ উদ্দিন বটল স্মরণে আলোচনা সভা

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

সরাইলে অকেজো অবস্থায় পড়ে আছে ৩২ লাখ টাকার সেতু

গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ এখনও শুরু করা যায়নি: মির্জা ফখরুল

সাত কলেজ দেখভালে ঢাবিতেই পুরোপুরি আলাদা ব্যবস্থা

প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি পদে দুইবারের বেশি না, কমিশনে প্রস্তাব

স্পিকারের প্রশাসনিক-আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

রাজনৈতিক প্রভাবের বাইরে দুর্নীতি দমন কমিশন গঠনের আহ্বান

রিজার্ভও বাড়ছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

১১৭তম প্রাইজবন্ডের ড্র, পুরস্কার পেল যেসব নম্বর

নারী ফুটবল দলের বেতন সমস্যা দ্রুত সময়ে সমাধানের আশ্বাস

অস্ট্রেলিয়ায় আটক ৯৭ বাংলাদেশিকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থপাচার অনুসন্ধানে সিআইডি

রোহিঙ্গাদের উত্তর আমেরিকায় পুনর্বাসনে কাজ করছে যুক্তরাষ্ট্র