ই-পেপার মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩২

গাজায় এখনও মিলছে লাশ, নিহত ছাড়াল ৪৭ হাজার ৩০০

আমার বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৬
আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৫

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর চলতি মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপরও বেড়েই চলেছে প্রাণহানি। মূলত ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ।

এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৭ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৭ হাজার ৩০৬ জনে পৌঁছেছে স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে আরও ১৪ জনের লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা ৪৭ হাজার ৩০০ ছাড়িয়ে যায়। নিহতদের মধ্যে পাঁচজন তাদের আঘাতের কারণে মারা গেছে এবং ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন চারজন।

মন্ত্রণালয় আরও বলেছে, হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৪৮৩ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের আপাতত অবসান ঘটলেও ভূখণ্ডটিতে ইসরায়েলি আক্রমণে নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

আমার বার্তা/জেএইচ

গার্মেন্টস শিল্পের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা বন্ধ করা উচিত

ভারত ও মিয়ানমারের মধ্যে নিম্ন সমভূমিতে ১৮ কোটি মানুষের বসবাস। এটি বাংলাদেশের একটি চিত্র। যেখানে

শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠাল আমেরিকা

আমেরিকায় কয়েকদিন আগেই নতুন প্রেসিডেন্টের শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই রেশ না কাটতেই শরণার্থীদের হাতকড়া

দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করব: অমিত শাহ

ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে দুই বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করার ঘোষণা

ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারে পিছু হটলেন গুস্তাভো পেট্রো

বিতাড়িত অভিবাসীদের বহনকারী মার্কিন দুইটি সামরিক বিমানকে কলম্বিয়ার প্রেসিডেন্ট বোগোটায় অবতরণ করতে না দেওয়ায় দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজারীবাগে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খোয়ালেন গার্মেন্টস কর্মী

৭ কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়ন যে প্রক্রিয়ায়

এবার নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

শবে মেরাজে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে শোভাযাত্রা

এ সময় শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো কারো জন্যই শুভ নয়: রিজওয়ানা

ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন

রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অন্তবর্তীকালীন সরকারকে ১-৩ বছর ক্ষমতায় চায় ৪১.৪ শতাংশ তরুণ

গুচ্ছ ভর্তি বহালের দাবিতে ইউজিসির মূল ফটকে তালা

ট্যুরিস্ট পুলিশের কাছে পর্যটকরা তাদের হতাশার কথা বলে

গার্মেন্টস শিল্পের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা বন্ধ করা উচিত

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়

আ.লীগ স্বাধীনতার শক্তি নয়, তারা পলাতক শক্তি: নিতাই রায়

শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠাল আমেরিকা

খুলনাকে হারিয়ে রংপুরের ঘাড়ে নিশ্বাস ফেলছে বরিশাল

প্রথম ধাপে ৭৯৬৪ জন মালয়েশিয়া যেতে পারবেন

এতো রক্তপাতের পর আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে?

পরীক্ষায় পাস আলিস, খেলতে আর কোনো বাধা নেই

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনাম ৬ দিনের রিমান্ডে