ই-পেপার সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

দীর্ঘ ৯ মাস পর খুলল গাজার ‘লাইফ লাইন’ রাফাহ

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭

অবশেষে দীর্ঘ ৯ মাস পর শনিবার ( ১ ফেব্রুয়ারি) খুলে দেওয়া হলো গাজার লাইফ লাইন খ্যাত মিশরের রাফাহ সীমান্ত ক্রসিং। অবরুদ্ধ অঞ্চলটির অসুস্থ ও আহত ফিলিস্তিনি রোগীদের উন্নত চিকিৎসার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে করে খুব সহজেই মিসরে যেতে পারবেন ফিলিস্তিনিরা। মিসরীয় টেলিভিশনে দেখানো হয়েছে, একটি ফিলিস্তিনি রেডক্রস অ্যাম্বুলেন্স ক্রসিং গেটের দিকে এগিয়ে আসছে। এছাড়াও বেশ কয়েকজন শিশুকে স্ট্রেচারে বের করে মিসরের দিকের অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হচ্ছে। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

রাফাহ ক্রসিং পুনরায় চালু করা একটি গুরত্বপূর্ণ অগ্রগতি। বিষয়টি এ মাসের শুরুতে ইসরায়েল এবং হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। গাজায় হামাসের হাতে থাকা শেষ জীবিত নারী বন্দিদের মুক্তি দেওয়ার পর ইসরাইল ক্রসিং পুনরায় চালু করতে সম্মত হয়।

এর আগে ১৯ জানুয়ারি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরাইল।

১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরাইলের হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন। রাফাহ ক্রসিং পয়েন্ট হলো মিসর এবং গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাপার পয়েন্ট।

শনিবারের শুরুতে হামাস গাজায় তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এবং ইসরায়েলি কারাগারে বন্দি ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল পরিচালক মোহাম্মদ জাকৌত বলেছেন, ৬০০০-এরও বেশি রোগীকে বিদেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

তবে ১২ হাজারেও বেশি রোগীর জরুরি চিকিৎসার প্রয়োজন বলেও জানানো হয়েছে। এদিকে কিছুটা বিলম্বের পর তৃতীয় জিম্মিকেও মুক্তি দিল হামাস।

গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা। সেই শর্ত মোতাবেক কয়েক দফায় জিম্মিদের ছেড়ে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার তিন জিম্মিকে ছেড়ে দিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। ইয়ারডেন বাইবাস এবং ফরাসি-ইসরায়েলি ওফের কালডেরনকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে মানবাধিকার সংস্থা রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।

এরপর তাদেরকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর গাজা সিটি সমুদ্রবন্দরে মার্কিন-ইসরায়েলি কিথ সিগেলকে ছেড়ে দেওয়া হয়।

ইয়ারডেন বাইবাস হচ্ছেন দুই কনিষ্ঠতম জিম্মির বাবা। তার ছেলে কাফির বয়স ছিল মাত্র ৯ মাস, যখন ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের নেতৃত্বাধীন বন্দুকধারীরা তাদের অপহরণ করে। তার আরেক ছেলে অ্যারিয়েলের বয়স ছিল চার।

হামাস ২০২৩ সালের নভেম্বরে দাবি করেছে, ওই দুই শিশু ও তাদের মা শিরি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। এরপর থেকে তাদের বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

তারা সবাই একই সঙ্গে অপহরণের শিকার হয়েছিলেন। শনিবার ছেড়ে দেওয়া জিম্মিদের বিনিময়ে ১৮২ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরাইল মুক্তি দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে হামাস।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অনুপ্রবেশ করে হামাস হামলা চালায়। ওই হামলায় এক হাজার ২০০ জন নিহত ও অন্তত ২৫০ জনকে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যাওয়া হয় বলে দাবি করে আসছে ইসরাইল। হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে তেলআবিব। প্রায় ১৫ মাসের আগ্রাসনে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে।

আমার বার্তা/জেএইচ

গাজায় ২৪ ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা আগ্রাসনে ২৪ জন ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা

যারা ভোট দিয়েছিলেন তাদেরই চাকরিচ্যুত করলেন ট্রাম্প

গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন এমন অনেকেই এখন চাকরিচ্যুত হয়েছেন। নির্বাচনের সময়

বিশ্বজুড়ে নারীদের অধিকার হুমকির মুখে: জাতিসংঘ মহাসচিব

বিশ্বজুড়ে নারীদের অধিকার ক্রমশ হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক

ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত অন্তত ২৫

ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। পৃথক অঞ্চলে চালানো এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউইদের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের

পিলখানা হত্যাকাণ্ডে হাসিনা-আজিজসহ ১৩ জনের নামে মামলা

পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে

রাস্তাঘাটে নারীদের হয়রানি বন্ধে আলাদা হটলাইন চালু করা হবে

মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

সাইফুজ্জামানের ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ, ৯৫৭ বিঘা জমি জব্দ

নারীর উন্নয়নকে বাদ দিয়ে একটি জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়

রিজার্ভ এখন ২১.৪০ বিলিয়ন ডলার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রীম টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ

তামিম-নাঈমের সেঞ্চুরির দিনে জয় আবাহনী-মোহামেডান-প্রাইম ব্যাংকের

বহিস্কৃত যুবদল নেতা ষড়যন্ত্রের শিকার দাবি করে সাবেক ছাত্র নেতাদের সংবাদ সম্মেলন

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

জুলাই শহীদদের কাছে আমরা সবাই ঋণী: ফরিদা আখতার

আইএফজে ও বিএমএসএফ এর উদ্যেগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিলেন ইউএনও

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ১ জন আটক

মেঘনা নদী রক্ষা প্রকল্প আটকে থাকায় প্রধান উপদেষ্টার বিস্ময়

স্টারলিংক এলে দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা ভালো সেবা দিতে বাধ্য হবে