রিখটার স্কেলে ৬ দশমিক ২ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পের পর ৫১ বার পরাঘাতে কেঁপে উঠেছে তুরস্কের ইস্তাম্বুল অঞ্চল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, গতকাল বুধবার তুরস্কের বৃহত্তম শহরটির দক্ষিণে মর্মর সাগরে ছিল এ ভূমিকম্পের উৎসস্থল।
এক এক্স পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, গতকাল ইস্তাম্বুলের স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। ১৩ সেকেন্ড স্থায়ী হয়েছিল কম্পনটি। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ কিলোমিটার গভীরে।
ওই পোস্টে আরও জানানো হয়, শক্তিশালী ওই ভূমিকম্পের পরপর স্থানীয় সময় বেলা ৩টা ১২ মিনিটের মধ্যে ৫১ বার পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি রিখটার স্কেলে ৫ দশমিক ৯ তীব্রতার ছিল।
ইস্তাম্বুলের মেয়র দাভুত গুলের আল-জাজিরার প্রতিবেদনের তথ্য, ভূমিকম্পে শহরটিতে কেউ মারা যাননি, তবে অন্তত ১৫১ জন আহত হয়েছেন। তাঁরা আতঙ্কিত হয়ে উঁচু ভবন থেকে লাফ দেওয়ায় আহত হয়েছেন।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার সীমান্ত এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারের বেশি এবং সিরিয়ায় আরও ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
আমার বার্তা/এল/এমই